জাতীয় নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ‍যুক্তরাষ্ট্র « বিডিনিউজ৯৯৯ডটকম

জাতীয় নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ‍যুক্তরাষ্ট্র

কে এম মাইনুল ইসলাম সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৮:০৮
কে এম মাইনুল ইসলাম সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৮:০৮
Link Copied!
জাতীয় নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ চায় ‍যুক্তরাষ্ট্র -- বিডিনিউজ৯৯৯ডটকম

ঢাকায় সফররত মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির আহ্বান জানিয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বিজ্ঞাপন

এর আগে রোববার (৬ নভেম্বর) এক বৈঠকে সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশকে সহযোগিতা দেবে বলে জানান আফরিন আক্তার।

উল্লেখ্য, দুই দিনের সফরে গত ৫ নভেম্বর রাতে ঢাকায় আসেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

বিজ্ঞাপন

বিষয়ঃ: