৩৮ বছর যাবত পলাতক হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৪। « বিডিনিউজ৯৯৯ডটকম

৩৮ বছর যাবত পলাতক হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৪।

মোঃ শামীম হোসাইন সিনিয়র স্টাফ রিপোর্টার।
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১১:০৮
মোঃ শামীম হোসাইন সিনিয়র স্টাফ রিপোর্টার।
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ১১:০৮
Link Copied!
৩৮ বছর যাবত পলাতক হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৪ -- বিডিনিউজ৯৯৯ডটকম

মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা হতে দীর্ঘ ৩৮ বছর যাবত পলাতক ধামরাইয়ের আমজাদ হত্যা মামলার যাবজ্জীবন সাজা আসামী আতাল হক’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ০৭ নভেম্বর ২০২২ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধামরাই থানার চাঞ্চল্যকর আমজাদ হোসেন ’কে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী এবং দীর্ঘ ৩৮ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আতাল হক (৫৬), জেলা-ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনা প্রতিবেদন জানা যায়, ১৯৮৩ সালে গ্রেফতারকৃত আসামী আতাল হক এবং ভিকটিম মোঃ আমজাদ হোসেন উভয়ই ধামরাই থানাধীন বানেশ্বর গ্রামের বাসিন্দা ছিলেন। ভিকটিম পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন এবং গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। ভিকটিম ও আসামীর মধ্যকার জমি জমার সূত্র ধরে ধৃত আসামীসহ আরো ৮-১০ জন মিলে ধামরাই থানাধীন এলাকায় ভিকটিম মোঃ আমজাদ হোসেন @ পন্ডিত মশাই’কে গুরুতরভাবে পিটিয়ে হত্যা করে। ভিকটিমের দেহ নিথর হয়ে গেলে আসামিরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে মরদেহ রাস্তার উপর ফেলে রেখে চলে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে ভিকটিমের পরিবার ভিকটিমকে আশুলিয়ার নিকটস্থ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করে। ভিকটিমের বড় ছেলে আওলাদ হোসেন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলাটির নথিপত্র পর্যালোচনা এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত ধৃত আসামীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাজা ঘোষনাপূর্বক পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আসামী আতাল আত্নগোপনে চলে যায়।

এই মামলায় আসামী আতাল এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোক চক্ষুর আড়ালে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় আসামী দেশের বিভিন্ন থানায় একাধিকবার চুরি, ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেও ধূর্ত আতাল নিজের ও বাবার ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ: