দোলার সঙ্গে নতুন ডুয়েট গান হাবিব « বিডিনিউজ৯৯৯ডটকম

দোলার সঙ্গে নতুন ডুয়েট গান হাবিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১:০২
Link Copied!
দোলার সঙ্গে নতুন ডুয়েট গান হাবিব -- বিডিনিউজ৯৯৯ডটকম

গায়ক-সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ আবারও তরুণ কণ্ঠশিল্পী দোলার সঙ্গে জুটি বেঁধেছেন ‘দোহন’ শিরোনামের একটি নতুন দ্বৈত গানে। মঙ্গলবার রাতে হাবিবের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। এই গানটি হাউস মিউজিক জেনারে তৈরি করা হয়েছে। আমি আশা করি আপনারা এই গানটি উপভোগ করবেন এবং কিছুটা শক্তি পাবেন, সোমবার একটি ভিডিও ঘোষণায় হাবিব ‘দোহন’ সম্পর্কে বলেছেন। এই গানে আমার সহশিল্পী দোলা, যাকে নিয়ে আমি কিছুদিন আগে একটি গান প্রকাশ করেছি। ‘কেনো আজো মন’ শিরোনামের গানটি অনেকেরই পছন্দ হয়েছে।

নিজের ফেসবুক প্রোফাইলে দোলা লিখেছেন, “হাবিব ওয়াহিদ স্যার শুধু একজন সঙ্গীতজ্ঞ নন, তিনি সঙ্গীতের জাদুকর। স্যারকে আবারো বিশেষ ধন্যবাদ। আমি তার কাছে কৃতজ্ঞ এবং হ্যাঁ অবশ্যই আমি সম্মানিত ও ধন্য”। ‘দোহন’ গানটি লিখেছেন গীতিকার সুহৃদ সুফিয়ান। এর আগে হাবিবের সঙ্গে দোলার প্রথম ডুয়েট ‘কেনো আজো মন’ মুক্তি পায় চলতি বছরের জুনে।

বিজ্ঞাপন

বিষয়ঃ: