উজিরপুরে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা « বিডিনিউজ৯৯৯ডটকম

উজিরপুরে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২২ | ৩:৫২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২২ | ৩:৫২
Link Copied!
উজিরপুরে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা -- বিডিনিউজ৯৯৯ডটকম

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কর্মসূচি ও জনসচেতনতা বাড়াতে উজিরপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে জুনোটিক ডিজিজ কন্ট্রোল পোগ্রাম, রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শওকত আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মাওলা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, স্বাস্থ্য অধিদপ্তরের এমডিভি এক্সপার্ট ডাক্তার এম মুজিবুর রহমান, ফিল্ড অফিসার মোঃ আব্দুল্লাহ আল রোমান, ডাক্তার মোঃ ফিরোজ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি, স্যানেটারি পরিদর্শক নুরুল আলম বখতিয়ার প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন। জলাতঙ্ক রোগ নির্মূলের আওতায় রবিবার থেকে এ উপজেলার ০৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় কুকুরকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। ৩২ টি দক্ষ টিম ৫ দিনে টিকাদান কার্যক্রম সম্পন্ন করবে বলে অবহিকত করণ সভায় জানানো হয়েছে।

বিষয়ঃ: