দুই মামলায় জামিন খালেদা জিয়ার « বিডিনিউজ৯৯৯ডটকম

দুই মামলায় জামিন খালেদা জিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২২ | ৫:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২২ | ৫:২৫
Link Copied!
দুই মামলায় জামিন খালেদা জিয়ার -- বিডিনিউজ৯৯৯ডটকম

মানহানির অভিযোগে দায়ের হওয়া দুই মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

পৃথক পৃথক আবেদনের প্রেক্ষিতে আদালত এ রায় দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

তিনি বলেন, মামলা দুটি হয়েছিল নড়াইল ও ঢাকায়। এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালের ২১ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে একই বছরের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের স্থানীয় এক নেতা নড়াইলে মানহানি এ মামলা দায়ের করেন। এরপর ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকায় আরেকটি মানহানি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। এই দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বিষয়ঃ: