বেলকুচিতে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু « বিডিনিউজ৯৯৯ডটকম

বেলকুচিতে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২২ | ৪:৩২
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২২ | ৪:৩২
Link Copied!
বেলকুচিতে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু -- বিডিনিউজ৯৯৯ডটকম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে মৃত্যু হয়। মারা যাওয়া ওই বৃদ্ধ রাজাপুর গ্রামে মৃত কান্টু সরকারের ছেলে দুলাল সরকার (৬৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজুপুর গ্রামের সাইদুর রহমানের সাথে দুলাল সরকারে পূর্ব শত্রুতার বিরোধ চলে আসছে । গত ২৬ অক্টোবর দুপুরে মেয়ে জনিত ঘটনাকে ইস্যু করে দুলাল সরকারের উপর সাইদুরসহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আহত অবস্থায় দুলালকে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হাসাপতালে নিয়ে যায়। ১৬ দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, হামলার কারণেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, হামলার ঘটনার পর থানায় একটি মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ: