রাতে আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ল ৭০ দোকান « বিডিনিউজ৯৯৯ডটকম

রাতে আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ল ৭০ দোকান

অলি আহমেদ সিনিয়র রিপোর্টার।
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৩:৫৮
অলি আহমেদ সিনিয়র রিপোর্টার।
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৩:৫৮
Link Copied!
রাতে আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ল ৭০ দোকান -- বিডিনিউজ৯৯৯ডটকম

পঞ্চগড়ের রাজনগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রায় ৭০টি দোকান পুড়ে ছাই। এতে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

১১ নভেম্বর শুক্রবাার মধ্যরাতে রাজনগরের মধ্যবাজারে শুটকির দোকান থেকে অগ্নিকাণ্ড শুরু হয়। পরে পাশের মুরগিহাটি, পানহাটি, মুড়িহাটি, চুড়িহাটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মধ্যরাতে আগুনের খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সবগুলো ইউনিট ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চারটি পট্টির অন্তত ৭০টি দোকান পুড়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে পঞ্চগড় বাজারের মুরগিহাটির ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, আগুনে আমাদের প্রায় ২৪টি মুরগির দোকান পুড়ে গেছে। প্রতিটি দোকানেই মুরগি ছিল। আগুনে আমাদের পুঁজিও শেষ হয়ে গেছে। আমরা সরকারের আর্থিক সহযোগিতা চাই।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসরকারি পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা আগুনে ৬৫টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে তালিকা করেছি।

বিজ্ঞাপন

বিষয়ঃ: