জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১০ সংগঠন « বিডিনিউজ৯৯৯ডটকম

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১০ সংগঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৭:৩৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৭:৩৮
Link Copied!
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল যে ১০ সংগঠন -- বিডিনিউজ৯৯৯ডটকম

দেশ গঠনে ভূমিকা রাখায় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসরে পুরস্কার পেল দেশের ১০টি তরুণ সংগঠন।

শনিবার (১২ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বিজয়ী সংগঠনগুলোর নাম ঘোষণা করা হয়।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তরুণদের মেধা ও পরিশ্রম দিয়ে নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করব।

এবার বিজ্ঞান ও দক্ষতা বিভাগে পুরস্কার পেয়েছে বিকে স্কুল অব রিসার্চ এবং বোসন বিজ্ঞান সংঘ। কমিউনিটি ওয়েলনেস বিভাগে ইয়ুথ প্ল্যানেট এবং উচ্ছ্বাস। কালচার এবং কমিউনিকেশন বিভাগে বিজ্ঞানপ্রিয় এবং মিলন স্মৃতি পাঠাগার। সামাজিক অন্তর্ভুক্তি বিভাগে মজার ইশকুল এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। এ ছাড়া জলবায়ু ও ইনোভেশন বিভাগে বিন্দু নারী উন্নয়ন সংগঠন এবং রোবোলাইফ টেকনোলজিস পুরস্কার পেয়েছে।

সারাদেশ থেকে আবেদন করা তরুণদের ৬০০টিরও বেশি সংগঠন থেকে যাচাই-বাছাই শেষে শীর্ষ ১০ তরুণ সংগঠকের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো।

বিজ্ঞাপন

বিষয়ঃ: