গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে « বিডিনিউজ৯৯৯ডটকম

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

মোঃ শামীম হোসাইন সিনিয়র স্টাফ রিপোর্টার।
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২২ | ২:৩২
মোঃ শামীম হোসাইন সিনিয়র স্টাফ রিপোর্টার।
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২২ | ২:৩২
Link Copied!
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে -- বিডিনিউজ৯৯৯ডটকম

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামের আগুন রোববার (১৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে। এর আগে শনিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার নতুনবাজার এলাকার ওই গুদামে অগ্নিকাণ্ড ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. তাশারফ হোসেন জানান, শনিবার রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। রাত পৌনে ২টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, প্রায় ছয় ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ: