সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত « বিডিনিউজ৯৯৯ডটকম

সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৫:২৩
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ।
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৫:২৩
Link Copied!
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত -- বিডিনিউজ৯৯৯ডটকম

“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই শ্লোগানকে ধারন করে সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি ডায়াবেটিক সেন্টারের আয়োজনে চলছে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা।
সেই সাথে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। সোমবার সকালে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বেলকুচি ডায়াবেটিক সেন্টার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমিউনিটি হাসপাতাল চত্বরে এসে শেষ হয় এবং দিন ব্যাপী ডায়াবেটিসের ফ্রি পরিক্ষা ও চিকিৎসা প্রদান শুরু করেন এই সেন্টারে।
পরে কেক কেটে দিবসের উদ্ভোধন করেন সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের ডায়াবেটোলজিষ্ট এন্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ,বি,এম কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুদীপ সরকার, ডা: আমিনুর রহমান রনি সহ আরও উপস্থিত ছিলেন সহকারী মেডিক্যাল অফিসার রাকিবুল ইসলাম, সহকারী মেডিক্যাল অফিসার কুলসুম খাতুন, সিনিয়র স্টাফ নার্স লিপিআরা খাতুন, ল্যাব টেকনোলজিষ্ট শাহীন আহম্মেদ ও বরাত ইসলাম, শফিকুল ইসলাম, অজিত কুমার সরকারসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগন।
চিকিৎসকরা বলেন, নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রমে ডায়াবেটিস মুক্ত থাকা যায়। সারাদিন কোনো কাজ না করে সকাল বেলা ২০ মিনিট হাঁটলে কিন্তু ডায়াবেটিস মুক্ত থাকা যাবে না। তাই নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিষয়ঃ: