যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ « বিডিনিউজ৯৯৯ডটকম

যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ

ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৬:৩৩
ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৬:৩৩
Link Copied!

সময়ের হিসেবে আর মাত্র ছয়দিন পর শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মরুভূমির দেশ কাতারের বুকে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। ৩২ দলের এবারের আসরে মোট ৬৪টি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

যেখানে বেশির ভাগ দিন চারটি ম্যাচ করে সম্প্রচারিত হবে। ২০ নভেম্বর স্বাগতিক কাতারের সঙ্গে ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের; যার ইতি ঘটবে ১৮ ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে।

বাংলাদেশি ফুটবল ভক্তরা বিশ্বকাপের প্রতিটি ম্যাচই দেখতে পারবেন ঘরে বসে। বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচগুলো। বিশ্বকাপের বেশ আগে আগস্ট মাসে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছিল বেসরকারি এই টিভি চ্যানেল।

বিজ্ঞাপন

বিষয়ঃ: