উজিরপুরে অফিস সহকারী কর্তৃক ৬ষ্ঠ শ্রেনির মেধাবী ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত যখম « বিডিনিউজ৯৯৯ডটকম

উজিরপুরে অফিস সহকারী কর্তৃক ৬ষ্ঠ শ্রেনির মেধাবী ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত যখম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৫:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৫:৩২
Link Copied!
উজিরপুরে অফিস সহকারী কর্তৃক ৬ষ্ঠ শ্রেনির মেধাবী ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত যখম -- বিডিনিউজ৯৯৯ডটকম

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সরকারি ৬ষ্ঠ শ্রেনির এক মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি। আহত শিক্ষার্থীকে উজিরপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অফিস সহকারী আব্দুর রহমান হাওলাদার দুষ্টুমি করার অযুহাতে ছাত্রী মরিয়ম আক্তারকে বেতের লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করেছে। আহত শিক্ষার্থী বাংলা টিভির উজিরপুর উপজেলা প্রতিনিধি হৃদয় আহম্মেদের মেয়ে। আহত শিক্ষার্থী মরিয়ম আক্তার সাংবাদিকদের কান্নার কন্ঠে বলে বান্ধবীর সাথে সামান্য কথা বলায় আমাকে স্কুলের ক্লার্ক আব্দুর রহমান হাওলাদার বেত দিয়ে ১০/১২টি আঘাত করেছে। কিছুক্ষণ পরেই আমার জ্বর ওঠায় বাবার কাছে জানাই।

এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহকারী আব্দুর রহমান জানান ক্লাসে ঢুকে দু্ষ্টুমি করার কারণে মরিয়মকে বেত দিয়ে ৫/৬টি আঘাত করেছি। প্রধান শিক্ষক অলিউল ইসলাম জানান কোন শিক্ষার্থীকে মারধর করা আইন সম্মত নয়। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইসমাইল হাওলাদার জানান শিক্ষার্থীদের উপর মারধর করা আইনগত নিষেধ। বিষয়টি আমাকে শিক্ষার্থীর পিতা অবহিত করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম জাহিদুল ইসলাম জানান তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেলে হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত ছাত্রীর পিতা হৃদয় আহম্মেদ জানান হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এদিকে নাবালিকা শিক্ষার্থীর উপর অফিস সহকারীর অমানবিক হামলার ঘটনায় বিচারের দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত শিক্ষার্থীর পরিবার।

বিজ্ঞাপন

বিষয়ঃ: