পটুয়াখালীতে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন « বিডিনিউজ৯৯৯ডটকম

পটুয়াখালীতে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

মোঃ নাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ।
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৭:২৯
মোঃ নাসির উদ্দিন জুয়েল বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ।
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৭:২৯
Link Copied!
পটুয়াখালীতে তিন দিনব্যাপী ফায়ার -- বিডিনিউজ৯৯৯ডটকম

“দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান।
১৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পটুয়াখালীর আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম,সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আনসার ভিডিপির উপপরিচালক মোহাম্মদ আবু সোলাইমান, সাবেক সহকারী পরিচালক নিজাম উদ্দিন, সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, পৌরসভার মেয়র প্রতিনিধি দেলোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামন প্রমুখ। কর্মসূচীতে ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার ও রোভার স্কাউটস অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং নার্সিং ইনিস্টিটিউটের সেবিকারা উপস্থিত ছিলেন।আগামী তিন দিনব্যাপী পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুল ও কলেজ, হাট বাজার, আবাসিক এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে মহড়া ও প্রচারাভিযান পরিচালনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

বিষয়ঃ: