বন্যা প্রস্তুতি ও সারা দান মহড়া উলিপুরে অনুষ্ঠিত « বিডিনিউজ৯৯৯ডটকম

বন্যা প্রস্তুতি ও সারা দান মহড়া উলিপুরে অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২২ | ১১:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২২ | ১১:১৯
Link Copied!
বন্যা প্রস্তুতি ও সারা দান মহড়া উলিপুরে অনুষ্ঠিত -- বিডিনিউজ৯৯৯ডটকম

বিল্ডিং রেজিলিয়েন্স টু এচিব জিরো হাঙ্গার প্রজেক্টের প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার বন্যা প্রস্তুতি ও সারাদান মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাটে বন্যা প্রস্তুতি ও মহড়া দান উপলক্ষে আলোচনা সভা ও বন্যা সতর্কীকরণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য সংস্থার পক্ষে ছাদেক আলী ও শাহীন সুলতানা গুড নেইবারস বাংলাদেশে এর পক্ষে ম্যানেজার লিংকন রায় ।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন দুর্যোগ কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন সচিব আলমগীর কবির। ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন তাছাড়া বিভিন্নএনজিও প্রতিনিধি, ইউনিয়ন দুর্যোগ কমিটির সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। বেগমগঞ্জ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে গুড নেইবারস বাংলাদেশে এর বাস্তবায়নে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় বন্যা প্রস্তুতি সতর্কবার্তা, বন্যা ফলক, কৃষক সমাবেশ, নারী সমাবেশ, পারিবারিক প্রস্তুতি, উদ্ধারকাজ, আশ্রয় কেন্দ্র রেজিস্ট্রেশন বুথ আশ্রয় কেন্দ্র, বন্যা প্রস্তুতির অংশ হিসাবে প্রাণী সম্পদ, কৃষি, জনস্বাস্থ্য সহ বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জানান আমরা কুড়িগ্রাম জেলায় অবস্থিত ১৬ টি নদী। বন্যা মৌসুমে এই এলাকার মানুষের অনেক কষ্ট তাই বন্যা মৌসুমীর আগেই বন্যা প্রস্তুতি মোকাবেলা করতে হবে। তারই অংশ হিসাবে বন্যা প্রস্তুতি ও সাড়া দান মহড়া কর্মসূচি অনুষ্ঠিত হলো ।এতে আপনাদের বাস্তব অভিজ্ঞতা বাড়বে তিনি বক্তৃতায় মাদকমুক্ত ও বাল্যবিবাহ রোদে সবাইকে সজাগ এবং বন্যার আগাম প্রস্তুতি থাকার জন্য বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন।

বিষয়ঃ: