উজিরপুরে মাদকসহ যুবককে গ্রেফতার করেছে পুলিশ « বিডিনিউজ৯৯৯ডটকম

উজিরপুরে মাদকসহ যুবককে গ্রেফতার করেছে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২২ | ১১:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২২ | ১১:৩১
Link Copied!
উজিরপুরে মাদকসহ যুবককে গ্রেফতার করেছে পুলিশ -- বিডিনিউজ৯৯৯ডটকম

বরিশাল জেলার উজিরপুরে মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উজিরপুর মডেল থানার চৌকস এস.আই মেহেদী হাসান বুধবার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বামরাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালিয়ে রাত ৭টা ১০ মিনিটে খোলনারমোড় থেকে চিন্হিত মাদক ব্যবসায়ী সৈকত আকন ওরফে শাওন(১৯) এর দেহ তল্লাশি চালিয়ে তাকে ৫০ গ্ৰাম গাঁজাসহ গ্ৰেফতার করেছে। মাদক ব্যবসায়ী সৈকত আকন শাওন উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্ৰামের মুজাম্মেল আকনের ছেলে। এস.আই মেহেদী বাদী হয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী সৈকত আকন শাওনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে এস.আই মেহেদী হাসান উজিরপুর উপজেলা প্রতিবেদক মোঃ নাসির শরীফকে জানান যুব সমাজকে মাদকের ভয়াল গ্ৰাস থেকে রক্ষা করার জন্য এবং উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে আমাদের পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান মাদকসহ ওই যুবককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়ঃ: