উজিরপুরে দেড়যুগ পরে কৃষকলীগের সম্মেলন « বিডিনিউজ৯৯৯ডটকম

উজিরপুরে দেড়যুগ পরে কৃষকলীগের সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২২ | ১১:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২২ | ১১:২৪
Link Copied!
উজিরপুরে দেড়যুগ পরে কৃষকলীগের সম্মেলন -- বিডিনিউজ৯৯৯ডটকম

বরিশাল জেলার উজিরপুরে দেড়যুগ পরে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে উপজেলা কৃষকলীগের সম্মেলন। শনিবার বিকাল ৩টায় মহিলা কলেজের মাঠে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপজেলা ও পৌর কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা কৃষকলীগের আহব্বায়ক নান্নু সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজম খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসিম উদ্দিন , সদস্য দেলোয়ার হোসেন দিলু, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম গিয়াস, সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম জামাল হোসেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল। সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-সাধারন সম্পাদক অপূর্ব কুমার বাইন রন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস রায়, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন প্রমুখ। সভা শেষে উপজেলা কৃষকলীগের সভাপতি- সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের সিভি জমা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে প্রেসের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে।

বিষয়ঃ: