৬ দিনের রিমান্ডে চনপাড়ার বজলু « বিডিনিউজ৯৯৯ডটকম

৬ দিনের রিমান্ডে চনপাড়ার বজলু

মোঃ শামীম হোসাইন সিনিয়র স্টাফ রিপোর্টার।
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ৪:৩৯
মোঃ শামীম হোসাইন সিনিয়র স্টাফ রিপোর্টার।
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ৪:৩৯
Link Copied!
৬ দিনের রিমান্ডে চনপাড়ার বজলু -- বিডিনিউজ৯৯৯ডটকম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তির শীর্ষ মাদক কারবারি ও র‌্যাবের ওপর হামলা মামলার প্রধান আসামি বজলুর রহমান ওরফে বজলু মেম্বারকে তিনটি মামলায় দুদিন করে ছয়দিনের রিমান্ড দিয়েছে আদালত।

রোববার (২০ নভেম্বর) বিকেলে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি কামরুন্নাহার ময়না এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাউসার আলম এই আদেশ দেন।

জানা গেছে, শুক্রবার (১৮ নভেম্বর) গোপন খবরের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র (চনপাড়া বস্তি) এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বজলুর রহমান ওরফে বজলুকে গ্রেপ্তার করা হয়। বস্তির প্রায় ২০০টি স্পটের মাদক কারবারিদের কাছ থেকে মাসিক ভিত্তিতে টাকা তুলত তার সিন্ডিকেট। তিনি ওই এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন বলে দাবি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। এ পর্যন্ত মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে বজলুর বিরুদ্ধে ২৩টি মামলার রেকর্ড পেয়েছে র‌্যাব।

বিজ্ঞাপন

জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার (১৮ নভেম্বর) রাতে র‌্যাব-১-এর নায়েব সুবেদার মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অস্ত্র, মাদক ও জাল টাকা রাখার অপরাধে তিনটি মামলা দায়ের করেন। মামলায় বজলুর রহমানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, ২২০ গ্রাম হেরোইন, ২৫ হাজার ভারতীয় রুপি ও ৭৫ হাজার টাকার জাল নোট উদ্ধারের কথা উল্লেখ করে ব়্যাব।

এ বিষয়ে কামরুন্নাহার ময়না জানান, র‌্যাবের পৃথক তিনটি মামলায় রোববার দুপুরে বজলু মেম্বারকে আদালতে হাজির করে তিনটি মামলায় সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত শুনানি শেষে দুই দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ: