উজিরপুর পৌর জাসাস এর কমিটি গঠিত « বিডিনিউজ৯৯৯ডটকম

উজিরপুর পৌর জাসাস এর কমিটি গঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ৫:২৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ৫:২৯
Link Copied!
উজিরপুর পৌর জাসাস এর কমিটি গঠিত -- বিডিনিউজ৯৯৯ডটকম

বরিশাল জেলার উজিরপুরে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)এর ৫২ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মোঃ কামরুল হাসান (জাহাঙ্গীর) ও সাধারণ সম্পাদক মোঃ দিপু সিকদার নির্বাচিত হয়েছেন। গত ১৯ নভেম্বর শনিবার জাসাস বরিশাল জেলা দক্ষিণের সদস্য সচিব আহমেদুল কবির বিপ্লব মোল্লা ও ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দ নাজমুল ইসলাম সাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়। সহ-সভাপতি আকবর মোল্লা,রাজু বেপারী, রুবেল হাওলাদার,পিন্টু হাওলাদার,সজল, রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব সিকদার, হৃদয় হাওলাদার, কাওছার ফকির, খোকন,রাহিত বেপারী, সোহেল মোল্লা,নাইম ফকির এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হাওলাদার (সম্পদ)সহ ৫২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বিষয়ঃ: