বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশ হতে চায় উত্তর কোরিয়া « বিডিনিউজ৯৯৯ডটকম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশ হতে চায় উত্তর কোরিয়া

ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ৩:২৮
ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ৩:২৮
Link Copied!

উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং-উন।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে এক সমাবেশে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হওয়া উত্তর কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এরই মধ্যে আমরা বিশ্ববাসীর সামনে এ কথা প্রমাণ করেছি যে, উত্তর কোরিয়ার কাছে পূর্ণমাত্রার পরমাণু অস্ত্র রয়েছে এবং দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার ক্ষমতা রাখে।

বিজ্ঞাপন

কিম জং-উন আরও বলেন, উত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানীদের পরমাণু অস্ত্রের শক্তি ও ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যেতে হবে। এ বিষয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত, জাপান সাগর অভিমুখে সম্প্রতি উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হুয়াসং’ নিক্ষেপ করে। এটি জাপানের হুক্কাইদো দ্বীপ থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। এরই প্রতিক্রিয়ায় মার্কিন সেনাদের সঙ্গে জাপানের সেনাবাহিনী একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিষয়ঃ: