রাবির সমকাল নাট্যচক্রের নতুন নেতৃত্বে জেসমিন-ইমন « বিডিনিউজ৯৯৯ডটকম

রাবির সমকাল নাট্যচক্রের নতুন নেতৃত্বে জেসমিন-ইমন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ৪:১০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ৪:১০
Link Copied!
রাবির সমকাল নাট্যচক্রের নতুন নেতৃত্বে জেসমিন-ইমন -- বিডিনিউজ৯৯৯ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ‘সমকাল নাট্যচক্র’র নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী জেসমিন আক্তার জেবাকে সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইমন ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

আজ রোববার বিকেলে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদা সালভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ নভেম্বর রাকসু ভবনে অবস্থিত সমকাল নাট্যচক্রের নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এমএ হাদি, সাংগঠনিক সম্পাদক আওয়াল হোসেন আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক জনি মাহমুদ।

বিজ্ঞাপন

এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিদা সালভি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রিন্টু তনচংগ্যা, অর্থ সম্পাদক আফসারা মাহজাবিন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক সোলাইমান গাজী, শিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক আনিকা আল মামুন জিনিয়া ও সহ-শিক্ষা গবেষণা ও তথ্য সম্পাদক উজ্জ্বল হোসেন।

বিষয়ঃ: