এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে স্যার না বলে ভাইয়া বলে সম্বোধন করায় সাংবাদিকের উপর ক্ষিপ্ত « বিডিনিউজ৯৯৯ডটকম

এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে স্যার না বলে ভাইয়া বলে সম্বোধন করায় সাংবাদিকের উপর ক্ষিপ্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ১০:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ১০:৩১
Link Copied!
কুড়িগ্রামের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমানকে স্যার না বলে ভাইয়া বলে সম্বোধন করায় সাংবাদিকের উপর ক্ষিপ্ত -- বিডিনিউজ৯৯৯ডটকম

স্যার না বলে ভাইয়া সম্বোধন করায় সাংবাদিকের উপর ক্ষোভ ঝাড়লেন কুড়িগ্রামের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান। মহোদয়, সাহেব, জনাব কিংবা অন্য কোন সম্বোধন করার জন্যও তিনি ওই সাংবাদিককে হুকুম দেন।

গত ২৬ নভেম্বর ২০২২ দুপুরে জাতীয় দৈনিক বাংলাদেশের খবরের কুড়িগ্রাম সংবাদদাতা রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী সাহা পাম্প থেকে পলাশবাড়ী পর্যন্ত চলমান সড়ক সংস্কার কাজের অনিয়মের বিষয়ে জানতে ঐ কর্মকর্তাকে ফোন দেন। এসময় সাংবাদিক রাশেদ এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে ভাইয়া সম্বোধন করলে তিনি রেগে যান। “বলেন-এলজিইডির একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে কিভাবে সম্বোধন করতে হয় এটাও জানেন না? অবশ্যই মহোদয়, সাহেব কিংবা অন্য কোন নামে সম্বোধনের জন্য হুকুম দেন তিনি” এছাড়া কোন ভার্সিটিতে পড়ালেখা করেছেন? সম্বোধন কিভাবে করতে হয় তা শেখার জন্য ব্যাঙ্গাত্মকভাবে ওই সাংবাদিকের সাথে কথা বলেন।

এ সময় ওই সাংবাদিক এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমানকে বলেন, আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের টাকায় বেতন খান আপনাকে কেন স্যার বলতে হবে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন-“জনগণের টাকায় বেতন খাই তাতে সমস্যা কি? মহোদয় কিংবা সাহেব বা অন্য কিছু বলবেন। কিভাবে একজন এক্সিকিউটিভ অফিসারকে কি বলে এড্রেস করতে হয় তা শিখবেন আগে” এভাবেই সাংবাদিকের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ পদে কর্মরত সচিবদেরকেও হরহামেশাই ভাই বলে সম্বোধন করেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকেরা। অথচ জেলা পর্যায়ের একজন কর্মকর্তাকে স্যার না ডাকায় সাংবাদিকের সাথে যে অসদাচরণ করেছেন তার জন্য তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিকরা।

বিষয়ঃ: