সাংবাদিক ওমর ফারুকের কন্যা জি.পি.এ ৫ পেয়ে এস.এস.সি উত্তীর্ণ « বিডিনিউজ৯৯৯ডটকম

সাংবাদিক ওমর ফারুকের কন্যা জি.পি.এ ৫ পেয়ে এস.এস.সি উত্তীর্ণ

অলি আহমেদ সিনিয়র রিপোর্টার।
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ২:০২
অলি আহমেদ সিনিয়র রিপোর্টার।
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ২:০২
Link Copied!
সাংবাদিক ওমর ফারুকের কন্যা জি.পি.এ ৫ পেয়ে এস.এস.সি উত্তীর্ণ -- বিডিনিউজ৯৯৯ডটকম

সানজিদা ফারুক (রওজা) বিজ্ঞান বিভাগ থেকে জি,পি,এ ৫ পেয়ে এস,এস,সি পাশ করেছে। রওজা কিশোরগঞ্জ উচ্চবালিকা বিদ্যালয়ের থেকে এস,এস,সি পরীক্ষা দেয়। সে সিনিয়র সাংবাদিক ক্বারী মোহাম্মদ ওমর ফারুক ও সাংবাদিক জিন্নাতুন নেছা কনিকার এক মাত্র সন্তান। লেখা পড়া করে সে ইন্জিনিয়ার হতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

বিষয়ঃ: