নৌকায় ভোট চাইলেন আমির হোসেন আমু « বিডিনিউজ৯৯৯ডটকম

নৌকায় ভোট চাইলেন আমির হোসেন আমু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ১১:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ১১:১৯
Link Copied!
নৌকায় ভোট চাইলেন আমির হোসেন আমু -- বিডিনিউজ৯৯৯ডটকম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ অঞ্চলের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু, পায়রা বন্দর ও পায়রা তাপ বিদ্যুতকেন্দ্র করে দিয়েছেন শেখ হাসিনা। তাই কৃতজ্ঞতাস্বরূপ আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

নলছিটির সুবিদপুর বিজি ইউনিয়ন স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি, গ্রামের রাস্তাঘাট হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করেছেন। সারাদেশের রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মান করে দিচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও সবাইকে নৌকায় ভোট দিতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. গিয়াশ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

এর আগে আমির হোসেন আমু ফলক উন্মেচন করে সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ একটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি সড়ক উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ: