এবার মা হওয়ার গুঞ্জনে ক্যাটরিনা! « বিডিনিউজ৯৯৯ডটকম

এবার মা হওয়ার গুঞ্জনে ক্যাটরিনা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ৪:৪৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২২ | ৪:৪৫
Link Copied!
এবার মা হওয়ার গুঞ্জনে ক্যাটরিনা! -- বিডিনিউজ৯৯৯ডটকম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলের সঙ্গে ২০২১ সালের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। বিয়ের পর বেশ মনোযোগ দিয়েই ভিকির সঙ্গে সংসার করছেন তিনি। এবার মা হওয়ার গুঞ্জন উঠেছে অভিনেত্রীর। ক্যাটরিনা মা হচ্ছেন বলে ধারণা ভক্ত-অনুরাগীদের।

শুটিং শেষ করে মুম্বাই ফিরেছেন ভিকির ঘরনি। সম্প্রতি এ সময়ের কিছু ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে বড় আকারের একটি কুর্তা রয়েছে তার পরনে। হঠাৎ পোশাকের এমন পরিবর্তনেই মা হতে যাচ্ছেন বলে আশঙ্কা করছেন নেটিজেনরা।

ছবিতে দেখা গেছে, অফ-হোয়াইট রঙের কুর্তায় কমলা রঙের একটি ওড়না জড়ানোয় বেশ সুন্দর লাগছিল ক্যাটরিনাকে। ঢিলেঢালা আরামদায়ক পোশাকের ওই ভিডিও প্রকাশের পর থেকেই নতুন করে অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তাহলে কি সুখবর দিতে চলেছেন ভিকি-ক্যাট? তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউই মুখ খোলেননি এ তারকাদম্পতি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ক্যাটরিনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভূত পুলিশ’। সিনেমায় ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর অভিনয় করেছেন তিনি। এ ছাড়া সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ এবং বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’-এ দেখা যাবে অভিনেত্রীকে।

বিষয়ঃ: