কলাপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ « বিডিনিউজ৯৯৯ডটকম

কলাপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১১:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১১:৫৪
Link Copied!
কলাপাড়ায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ -- বিডিনিউজ৯৯৯ডটকম

পটুয়াখালীর কলাপাড়ায় বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলাপাড়ার আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক শাহআলম হাওলাদার ও বামচিং চন্দ্র বৈরাগি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব্বুর রহমান মহিব বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এক ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না এই অঙ্গিকার সামনে রেখে আমরা কৃষকদের নিয়ে কাজ করে যাচ্ছি। তৃণমূল পর্যায়ে প্রত্যেক কৃষক যাতে সঠিকভাবে কৃষি পণ্য উৎপাদন করতে পারে এজন্য আমি এই উপজেলার সকল খাল উন্মুক্ত করে দিয়েছি। যাতে কৃষকরা মিঠাপানি সংরক্ষণকরে তাদের কৃষি পণ্য উপাদন করতে পারে।

যদি কোন কোন স্বার্থন্বেষী মহল বা ব্যক্তিস্লুইজ দিয়ে বা বাঁধ কেটে কৃষকের মাঠে লবন পানি প্রবেশ করিয়ে কৃষি কাজে ব্যাঘাত ঘটায় তাকে একচুল পরিমাণ ছাড় দেয়া হবে না। যদি সে আমার দলের লোক হয় তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে এবিষয় উপজেলা প্রশাসনকে নিদের্শনা দিয়েছি। যাতে আমার এলাকায় সকল কৃষক নির্বিঘ্নে চাষাবাদ করে পুষ্টির চাহিদা পূরণ ও স্বাবলম্বী হতে পারে।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ জানান, আজ অনুষ্ঠান শেষে ১৫০জন কৃষদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ করা হয়। পরবর্তীতে আরো ৩ হাজার ৮শত কৃষকের মাঝে সার ও বীজ বিরণ করা হবে।

এসময় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী, মহিপুর থানার যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, এমপির ব্যক্তিগত সহকারি তরিকুল ইসলাম মৃধাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষাণী ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ: