লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার « বিডিনিউজ৯৯৯ডটকম

লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৪:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৪:১৯
Link Copied!
লক্ষ্মীপুরে পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার -- বিডিনিউজ৯৯৯ডটকম

লক্ষ্মীপুরে পুলিশকে ইট-পাটকেল ছুড়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় সবুজ আহমেদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মোসলেহ উদ্দিন। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে শহরের বাজার ব্রিজ এলাকার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে তার নাম না থাকলেও তাকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সবুজ জেলা ছাত্রদলের সহসভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার মৃত সুজায়েত উল্যার ছেলে। তিনি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফয়েজ আহম্মেদের ছোট ভাই ও পেশায় ব্যবসায়ী।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের পুরাতন আদালত সড়কে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করে জনমণে আতঙ্ক তৈরি ও বাজারে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। একপর্যায়ে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে সদর মডেল থানার উপপরিদর্শক মো. আনিছুজ্জামানসহ ৩ জন আহত হন।

এ ঘটনায় এসআই আনিছুজ্জামান বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী বলেন, পুলিশের ওপর কোনো হামলা করা হয়নি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিয়েছে। এসব মামলা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা যাবে না।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, মিছিলের নামে ছাত্রদলের নেতাকর্মীরা বাজারে জড়ো হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। এতে তাদের অন্য স্থানে সরে যাওয়ার জন্য বললে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। তখন আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়। ওই ঘটনায় সবুজও জড়িত রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে ৷

বিষয়ঃ: