রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি তাজবুল ইসলাম, সম্পাদক ওয়াজেদ « বিডিনিউজ৯৯৯ডটকম

রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি তাজবুল ইসলাম, সম্পাদক ওয়াজেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ৭:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ৭:০৬
Link Copied!
রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি তাজবুল ইসলাম, সম্পাদক ওয়াজেদ -- বিডিনিউজ৯৯৯ডটকম

রাজশাহী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার হাই স্কুল মাঠে রাজশাহী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনর প্রথম অধিবেশন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন।

প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র লিটন বলেন, আওয়ামী লীগ জনগণের রায়ে ক্ষমতায় আছে। আমরা কারো দয়ায় ক্ষমতায় নেই। উন্নত দেশে যেভাবে ক্ষমতাশীন সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়, সেইভাবে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে বিএনপি যদি না আসে তাহলে, বিএনপিকে তার খেসরাত দিতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বছরে চার কোটি মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবার আন্তরিক প্রচেষ্টায় কৃষক-শ্রমিকের ঘামে-শ্রমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।

বিজ্ঞাপন

এর আগে ভবানীগঞ্জস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, এমপি। সম্মেলনের প্রথম অধিবেশনের শুরুতেই দেশাত্মবোধক গান, গ্রামীন কৃষকদের দৈনন্দিন জীবনযাপনের চিত্র রুপক নানা-নাতির ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

রাজশাহী জেলা কৃষকলীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু অনিল কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, রাজশাহী -৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান প্রমুখ।

রাজশাহী জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন আহ্বায়ক অধ্যক্ষ মো: তাজবুল। সম্মেলনে নির্বাচন ও নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে রাজশাহী জেলা কৃষকলীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়াজেদ আলী খান ।

বিষয়ঃ: