কলাপাড়ায় ধান কাটতে বাধা দিলে মা-ছেলে'কে পিটিয়ে জখম! « বিডিনিউজ৯৯৯ডটকম

কলাপাড়ায় ধান কাটতে বাধা দিলে মা-ছেলে’কে পিটিয়ে জখম!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ১০:৫২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ১০:৫২
Link Copied!
কলাপাড়ায় ধান কাটতে বাধা দিলে মা-ছেলে'কে পিটিয়ে জখম! -- বিডিনিউজ৯৯৯ডটকম

কলাপাড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে বাবুল গাজী (৩৮) ও তার মা আমেনা বেগম (৬০) ‘কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত অবস্থায় এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চাকমইয়া ইউনিয়নের চুংগাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বাবুল গাজী জানান, আমার লাগানো ধানগুলো তোফাজ্জল মৃধা, খালেক মৃধার ছেলে জাকির মৃধা, নানি হাসান মৃধা কেটে নিয়ে যাচ্ছে। এ সময় আমি সেখানে গিয়ে তাদের ওই জমির ধান কাটতে বাধা দিলে তারা আমাকে বেধড়ক মারধর করে। আমাকে বাঁচাতে এসে আমার মাকেও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তিনি আরও জানান, কয়েক মাস আগে এদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়, ওই অভিযোগ ভিত্তিতে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় অ্যাডভোকেট সত্তার উকিল চেম্বারে ফয়সালার জন্য বসা হয়, ওই বৈঠকে চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত ধান কেউ কাটতে পারবে না, এমন শর্ত দেওয়া সত্ত্বেও আসামিরা ওই দিন বিকেলে ধান কাটার চেষ্টা চালায়, এতে বাধা দিলে আমাকে ও আমার মাকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ: