এস.এস.সি পরীক্ষায় একই ধরনের নম্বর দেয়ার প্রতিবাদে মানবন্ধন « বিডিনিউজ৯৯৯ডটকম

এস.এস.সি পরীক্ষায় একই ধরনের নম্বর দেয়ার প্রতিবাদে মানবন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ১১:৪৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ১১:৪৫
Link Copied!
এস.এস.সি পরীক্ষায় একই ধরনের নম্বর দেয়ার প্রতিবাদে মানবন্ধন -- বিডিনিউজ৯৯৯ডটকম

চলতি বছরের এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২৮ নভেম্বর ২০২২ ইং তারিখে। এই ফলাফলে রাজশাহী সুনামধন্য দু’টি বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীর বাংলা এবং ইংরেজিতে একই ধরনের নম্বর দেয়ার অভিযোগ উঠেছে। রাজশাহী সরকারী কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এবং রাজশাহী সরকারী প্রমোথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই ধরনের নম্বর দেয়া হয়েছে।

এ নিয়ে ৪ঠা ডিসেম্বর রোজ রোববার বেলা ৩টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থ-অভিভাবকদের সমন্বয়ে সংক্ষিপ্ত মানববন্ধন করা হয। শেষে বোর্ড চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এসময়ে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় অত্র বিদ্যালয় সমুহের ‘ক’ শাখার শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে নম্বর আশাসরুপ হয়নি। নম্বর পত্রে বড় ধরনের অসঙ্গতি হয়েছে। এতে শিক্ষার্থীরা মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। সেইসাথে নাম করা কলেজ সমুহে ভর্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ বিষয়টি পুন:বিবেচনা করে অত্র খাতা সমুহ পুন:মূল্যায়ন করার জন্য এই স্মারকলিপি প্রদান করেন তারা।

বিজ্ঞাপন

বিষয়ঃ: