স্বরস্বতী পূজা আজ « বিডিনিউজ৯৯৯ডটকম

স্বরস্বতী পূজা আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৫৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৫৭
Link Copied!
স্বরস্বতী পূজা -- বিডিনিউজ৯৯৯ডটকম

“স্বরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে।”
আজ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্বরস্বতী দেবীর পূজা। বিদ্যা ও সঙ্গীতের দেবী স্বরস্বতীর আরাধনাকে কেন্দ্র অনুষ্ঠেয় এই ধর্মীয় উৎসব।

মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যানময়ী দেবী স্বরস্বতীর আবাহন করবে। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজামন্ডপ।
শাস্ত্রীয় বিধান মতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথীতে স্বরস্বতী দেবীর পূজা অনুষ্ঠিত হয়। এই তিথী বসন্ত পঞ্চমী তিথী নামেও পরিচিত।

ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনি এবং শক্তির আধার হিসেবে সকল সনাতন ধর্মাবলম্বীরা স্বরস্বতী দেবীর আরাধনা করেন।

বিজ্ঞাপন

এদিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাসা ও পূজা মন্ডপে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।
পূজা শেষে সকল ভক্তরা অঞ্জলি গ্রহন করবেন এবং শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়।

এছারাও পূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধা আরতি ও আলোক সজ্জার আয়োজন রয়েছে সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানিগুলোতে।

স্বরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ: