ধর্মীয় অনুভূতিতে আঘাতের সাজা ‘মৃত্যুদণ্ড’ করার পরামর্শ হাইকোর্টের « বিডিনিউজ৯৯৯ডটকম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের সাজা ‘মৃত্যুদণ্ড’ করার পরামর্শ হাইকোর্টের

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪ | ৪:৫৩
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪ | ৪:৫৩
Link Copied!

মহান আল্লাহ তায়ালা, মহানবী (সা.), ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি তথা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে বেঞ্চ এ মতামত দেন। মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য নিয়ে কুষ্টিয়ার একজনের জামিন আবেদনের বিষয়ে জারি করা রুলের শুনানিতে এমন মতামত দেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ধর্মীয় অবমাননার বিষয়ে আদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এ বিষয়ে দণ্ডের কোনো বিধান নেই, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ অজামিনযোগ্য আইন প্রণনয়নের জানান হাইকোর্ট।

বিষয়ঃ: