মিস ওয়ার্ল্ড-২০২৪ বিজয়ী ক্রিস্টিনা পিসকোভা « বিডিনিউজ৯৯৯ডটকম

মিস ওয়ার্ল্ড-২০২৪ বিজয়ী ক্রিস্টিনা পিসকোভা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ | ১২:২৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ | ১২:২৭
Link Copied!

৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা। ২৪ বছর বয়সী এই তরুণী মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন। বিশ্বের ১১৫টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

গত বছরের বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওস্কা তার উত্তরসূরি হিসেবে ক্রিস্টিনাকে মুকুট পরিয়ে দেন। এদিন প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের ইয়াসমিনা জেইতুন।

এ বছরের মিস ওয়ার্ল্ড-২০২৪ প্রতিযোগিতার আসর ভারতে হওয়া নিয়ে প্রথম থেকেই দারুণ উন্মাদনা ছিল। তার অন্যতম কারণ এদেশের সংস্কৃতি ও সর্বোপরি এই প্রতিযোগিতায় ভারতের সফল অংশগ্রহণ।

বিজ্ঞাপন

এবারের প্রতিযোগিতায় ১২ জন বিচারকের প্যানেল ছিল। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামী বলিউড অভিনেত্রীরা। এছাড়া ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, অমৃতা ফড়নবীশ, সাজিদ নাদিয়াদওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সইদ, বিনিত জৈন। এছাড়া ছিলেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লর।

মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে এই মিস ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতার অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং, বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর।

এদিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা। বিভিন্ন দেশের মোট ১২০ জন প্রতিযোগী এদিন অংশ নেন। সবমিলিয়ে ২৭ বছর পর ভারতের মাটিতে হওয়া মিস ওয়ার্ল্ড ২০২৪ এর প্রতিযোগিতা জমজমাটভাবেই এদিন সমাপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ: