খুঁজুন
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ, ১৪৩১

বিশ্বকাপে ওঠার পুরস্কার ৫০ হাজার টাকা করে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১:১৯ অপরাহ্ণ
বিশ্বকাপে ওঠার পুরস্কার ৫০ হাজার টাকা করে

যুব হকি দল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ওমান থেকে দেশে ফেরার দিন ফেডারেশন পুরো দলকে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। পুরস্কারের অংক নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল। ঘোষিত সেই পুরস্কার দলের ২১ সদস্য (খেলোয়াড় ১৮, কোচ ১, ম্যানেজার ১, ফিজিও ১) হাতে পেলেন এক মাস পর, বৃহস্পতিবার।

তবে সেই পুরস্কারের পরিমাণ দ্বিগুনের চেয়েও বেশি। মোট ৫ লাখের পরিবর্তে দেওয়া হয়েছে ১০ লাখ ৫০ হাজার। প্রতিজন ৫০ হাজার করে।

বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলাতে বাংলাদেশ যুব হকি দলের ছেলে এবং মহিলা দুটি দলকেই এ অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছেলেদের এশিয়ার কাপ শেষে ওমানেই হয়েছে মেয়েদের টুর্নামেন্ট।

বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো অংশ নিয়ে বাস্তবতা বুঝেছেন। তাদের কোছে কোনো প্রত্যাশাও ছিল না। এ অনুষ্ঠানে মেয়েদের শুধু ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়েছে।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সে সঙ্গে তিনি ঘোষণা করেছেন, যুব দলকে বিশ্বকাপের আগে পাঁচ থেকে ছয় মাস প্রশিক্ষণ দেওয়া হবে।

পাইকগাছার গদাইপুরের চরের বিলে খাসখাল পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
পাইকগাছার গদাইপুরের চরের বিলে খাসখাল পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ

খুলনার পাইকগাছায় আজ (১০ জানুয়ারি) বিকাল ৪টায় গদাইপুর বাজারে পাইকগাছা উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে মুহাঃ আমিনুল ইসলাম (কাজল) এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও জামাত নেতা মাওঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সাবেক নেতা কাজী ইশতিয়াক আহমেদ (এস্তোফা)।

এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডঃ কাজী সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ফারুক, আনিচুর রহমান মোড়ল,কাজী সিফাত উল্লাহ, শেখ মোঃ হামিদ, মোঃ ফজর আলী সরদার,আব্দুল ওহাব শেখ, মোঃ শাহজাহান মোড়ল,মোঃ কাইয়ুম মল্লিক, মোঃ আব্দুল্লাহ সানা, মাহবুর গাজী ও মজিদ মোড়ল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন বর্ষার মৌসুম শুরুর আগেই খাসখাল গুলো পুনরায় খনন করা প্রয়োজন। আগামীতে এই খাসখাল গুলো পুনরুদ্ধারের জন্য বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে প্রশাসনের নিকট থেকেও সহযোগিতা নেওয়া হবে।

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার উদ্বোধন

বেলকুচি প্রতিনিধিঃ
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বেলকুচি উপজেলা যুব সংঘ ক্লাবের আয়োজনে স্হানীয় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় প্রথম দিনে যে দুইটি দল খেলায় অংশগ্রহণ করবেন তারা হলেন,বগুড়া সদর ক্লাব,ও  এনায়েতপুর আলী একাডেমি।

বেলকুচি যুব সংঘ ক্লাবের সভাপতি লুৎফর রহমামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও আহব্বায়ক আব্দুর রাজ্জাক মন্ডল,উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও বিএনপি নেতা রেজাউল করিম।

এসয় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অংগসগঠনের নেতা কর্মীসহ শতশত ফুটবলপ্রেমী দর্শকগন।

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল

ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের অন্যতম বিলাসবহুল অঞ্চল প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাটিতেই বসবাস করেন হলিউড তারকারাসহ কোটি কোটি ডলারের বাড়ি মালিকেরা। ভয়াবহ দাবানলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে।

এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে পারেন রিয়েল এস্টেট ও বীমা প্রতিষ্ঠানগুলো। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বীমা খরচ ছিল এই প্যালিসেডসে। কিন্তু এবারের বিপর্যয়ের পর এই ‘সস্তা’ বীমা খরচে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের চারপাশে ছড়িয়ে পড়া দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে। আগুনে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন। অথচ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্তও দাবানলের শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

দাবানলে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ও ক্ষতির প্রাথমিক পরিমাণ এক হাজার কোটি ডলার থেকে ছয় হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে অনুমান করা হয়েছে।

এদিকে বীমা খরচ নিয়ে করা রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, বাড়ির মূল্যের তুলনায় প্যাসিফিক প্যালিসেডসে বীমার খরচ যুক্তরাষ্ট্রের ৯৭ শতাংশ ডাকঘর এলাকার তুলনায় কম। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় গড় বার্ষিক প্রিমিয়াম ছিল ২২০০ ডলার যা অন্য ৩০টি রাজ্যের তুলনায় কম। বীমা চুক্তিতে বীমাকারী প্রতিষ্ঠান গ্রহীতাকে ক্ষতিপূরণ বা দাবী পরিশোধের প্রতিশ্রুতির প্রতিদানে যে অর্থ দেয় তাকে বলা হয় বীমা প্রিমিয়াম।

মূলত ক্যালিফোর্নিয়ার উচ্চ সম্পত্তি মূল্য বীমাকে তুলনামূলক সস্তা করে তুলেছে। প্যাসিফিক প্যালিসেডসের বাড়ির মালিকেরা গত বছর গড়ে ৫৪৫০ ডলার প্রিমিয়াম দিয়েছেন। তুলনামূলক এই সস্তা বীমার পেছনে রয়েছে ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রিত বীমা নীতি। কঠোর নিয়মের ফলে ক্যালিফোর্নিয়ায় বীমা সস্তা হলেও অনেক বীমা কোম্পানি তাদের কভারেজ কমিয়ে দিয়েছে।

এদিকে, দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলসের ২৭ হাজার একর জায়গা। বিশাল এই এলাকার একটি জিনিসও আগুন থেকে রক্ষা পায়নি। আর বুধবার হলিউড হিলসে শুরু হওয়া দাবানলের ভুক্তভোগী হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামী-দামী তারকারাও।

জেমস উড, জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক সেলিব্রিটির বাড়ি আগুনে পুড়ে গেছে। তাদের মধ্যে অনেকেই এখন ঘরহারা। অভিনেত্রী ও মডেল প্যারিস হিলটনও দাবানলের জেরে গৃহহারা হয়েছেন।

তথ্যসূত্র : রয়টার্স।