খুঁজুন
সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

সিংড়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
সিংড়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার কোর্ট মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা রাকিব বিন আনোয়ার।

উপজেলা সেক্রেটারি শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হযরত মাওলানা হাবিবুর রহমান, হযরত মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা কারী আব্দুল কাদের প্রমুখ।

জব্দ করা টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যয় করবে সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
জব্দ করা টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যয় করবে সরকার

সরকার এখন পর্যন্ত কত টাকার সম্পদ জব্দ করেছে, সে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮ দশমিক ৭ কোটি টাকা। বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দকৃত অস্থাবর সম্পত্তি আছে ৪২ হাজার ৬১৪ দশমিক ২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০ দশমিক ৭ মিলিয়ন ডলার।

শফিকুল আলম বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন লুটের টাকা ম্যানেজমেন্টে একটি ফান্ড গঠনের জন্য। এই অর্থ ডিপোজিটর এবং একইসঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় হবে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সাধারণ আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ দিতে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও সম্পত্তি দিয়ে একটি তহবিল গঠন করা হবে।

তিনি বলেন, এই তহবিলে অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ারসহ জব্দ করা সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে। পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের আরেক এয়ারলাইনস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল পাকিস্তানের আরেক এয়ারলাইনস

ফ্লাই জিন্নাহর পর ঢাকা-করাচি রুটে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়ালকে’ সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে বেবিচকের দায়িত্বশীল সূত্র।

সূত্রে জানা গেছে, তাদের ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী জিএসএ নিয়োগ করে ফ্লাইটের স্লটের জন্য আবেদন করবে তারা। শুধু পাকিস্তান নয়, এয়ার সিয়ালের মাধ্যমে পাকিস্তানে ট্রানজিট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে বাংলাদেশের যাত্রীরা।

পাকিস্তানের সর্বশেষ রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস’ (পিআইএ) ২০১৮ সালে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করত। কিন্তু যাত্রীসংখ্যা কমে যাওয়া ও আর্থিক ক্ষতির অজুহাতে ওই বছরই পিআইএ রুটটি বন্ধ করে দেয়।

২০১৫ সালে জাল মুদ্রা চোরাচালানের অভিযোগে পিআইএর ঢাকা স্টেশনের ব্যবস্থাপক আলী আব্বাসকে আটক করে তাকে পাকিস্তানে ফেরত পাঠায় বাংলাদেশ পুলিশ। ওই ঘটনার পর পিআইএর ঢাকার কার্যালয়ে কয়েক দফা তল্লাশি চালানো হয়। এরই জেরে প্রতিষ্ঠানটি ঢাকার সঙ্গে তাদের ফ্লাইট চালানো বন্ধ করে দেয়।

উল্লেখ্য, ২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল।

‘প্রত্যেক জেলাতেই একটি করে নদী দখল-দূষণমুক্ত করা হবে’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
‘প্রত্যেক জেলাতেই একটি করে নদী দখল-দূষণমুক্ত করা হবে’

অন্তর্বতীকালীণ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার প্রত্যেক জেলাতেই একটি করে নদী দখল-দূষণমুক্ত করার পরিকল্পনা নিয়েছে। তবে ৫৩-৫৪ বছরে যা নষ্ট হয়েছে, দখল হয়েছে, দূষিত হয়েছে তা এক-দেড় বছরের সরকারের পক্ষে পুরো সমাধান করে যাওয়া সম্ভব না।

আজ সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি আটঘরিয়া এলাকায় বড়াল-১ ভেল্ড রেগুলেটর ও তৎসংলগ্ন বড়াল নদী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, আমার কাছে যতগুলো অভিযোগ এসেছে বড়াল নদী নিয়ে তার একটি বড় বিষয় হলো এখানে পানি উন্নয়ন বোর্ডের অনেকগুলো অবকাঠামো রয়ে গেছে। এই অবকাঠামোগুলো প্রবাহ কমে যাওয়া নদীটাকে আরও বেশী মেরে ফেলছে। তবে অবকাঠামোগুলো সরিয়ে দিলেই পানি অটোমেটিকেলি আসবে না। কোন কোন জায়গায় পানির তলদেশ উঁচু হয়ে আছে। যার ফলে নদী খনন না করলে অবকাঠামো সরিয়ে কোন লাভ হবে না। বড়ালটাকে বাঁচাবার জন্যই আমরা এসেছি। বড়াল খনন অবশ্যই সিএস খতিয়ান ধরেই হবে। যদি কোন কারণে নদীর স্বাভাবিক প্রবাহ সিএস থেকে সরে যায় তখন আরএস এবং বিএস খতিয়ানের প্রশ্ন। প্রথম দফায় খুব দ্রুত খনন কাজ শুরু করা হবে এবং দ্বিতীয় দফার কাজ অনুমোদন দেওয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোবাশশেরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।