“জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে”, এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে “জাটকা সংরক্ষণ সপ্তাহ” ২০২৫ উপলক্ষ্যে বেলুনফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করার পর বর্ণাঢ্য র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফেস্টুন উড়িয়ে র্যালি প্রদর্শন করে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানে জাটকা সংরক্ষণ সপ্তাহের উপর দিকনির্দেশনা ও তাৎপর্যপূর্ণ মূলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান।
এসময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা , সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ,জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান( বাবু), সদস্য সচিব মোঃ নূরুল ইসলাম( নুরুল), সিনিয়র যুগ্ম আহবায়ক আলমাছ আহম্মেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
জানা যায় যে, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষ্যে ৮ এপ্রিল হতে ১৪ এপ্রিল পর্যন্ত সিরাজগঞ্জের যমুনা নদী থেকে জাটকা ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুদ, আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এ ৭ দিনব্যাপী জাটকা রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে।
উক্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠান কর্মসূচির মধ্যে – প্রথম দিন সড়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলীতে বিকেল ৩ টায় জেলে পল্লী ও মাছঘাটে প্রামাণ্যচিত্র প্রদর্শন। তৃতীয় দিন- পাইকপাড়ায় বিকেল আড়াই টায় জেলেদের মধ্যে হাডুডু প্রতিযোগিতা, চতুর্থদিন – সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরীতে সকাল ১০ টায় -জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। পঞ্চম দিন সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর সকাল ১০ টায় জেলে পল্লীতে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ দিন- কাওয়াকোলা ইউনিয়নে সকাল ১১ টায় উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সপ্তম দিন – যমুনা নদীতে জাটকা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন