খুঁজুন
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ, ১৪৩২

ইউক্রেনকে ৪৫০ মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
ইউক্রেনকে ৪৫০ মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি।

এমন প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার কিয়েভকে আরও ৪৫০ মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি তাকে ইউক্রেনে আগ্রাসন বন্ধে বাধ্য করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষাসচিব জন হিলি।

তিনি বলেন, রুশ আগ্রাসন প্রতিরোধে আমাদের আরও সক্রিয় হতে হবে, এবং তা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর মাধ্যমে অব্যাহত রাখতে হবে।

ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে কয়েক হাজার হাজার ড্রোন, অ্যান্টি-ট্যাংক মাইন। এ ছাড়া দেশটি কিয়েভের সামরিক যান মেরামতের জন্যও অর্থায়ন করছে।

প্যাকেজের মধ্যে যুক্তরাজ্য প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড দেবে। যুক্তরাজ্য-নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ফান্ড ফর ইউক্রেনের মাধ্যমে নরওয়ের কাছ থেকে বাকি অর্থ আসবে।

এই প্যাকেজে ১৬০ মিলিয়ন পাউন্ড রাখা হয়েছে ইউক্রেনকে আগেই দেওয়া যানবাহন ও সরঞ্জাম ঠিকঠাক রাখতে ও মেরামতের জন্য।

সাকিব মানেই কি বিতর্ক ?

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সাথে খোশগল্পে মাতলেন সাকিব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের সাথে খোশগল্পে মাতলেন সাকিব

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্র। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে শুরু করে জুয়ার বিজ্ঞাপনে মুখ দেখানোর মতো নানা ঘটনায় সমালোচনার খোরাক জুগিয়েছেন। এবার সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করে ফের বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব এখন যুক্তরাষ্ট্রে ঘাঁটি গেড়েছেন। সেখানেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেছে তাকে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টার কিছু সময় পর সামাজিক মাধ্যম ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা স্বপ্নীল খান। সেসব ছবিতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে হাসিমুখে দেখা দেন সাকিব আল হাসান। পোস্টের ক্যাপশনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা স্বপ্নীল লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভাই!’

এদিকে সম্প্রতি বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেছেন, আমাদের আশঙ্কা সাকিব আল হাসান দুদকের আসামি হতে পারেন। এমন আশঙ্কার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধানের পরে বোঝা যাবে।

৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব

হজ মৌসুম সামনে রেখে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে সৌদি আরব। গত এক সপ্তাহে চালানো এই অভিযানে প্রায় ১৮ হাজার ৬০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ১২৬ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে শনিবার (১২ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

গাল্ফ নিউজের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সৌদির একাধিক সরকারি সংস্থা একযোগে অভিযান চালায়। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ হাজার ৮১৩ জন আবাসন আইন, ৪ হাজার ৩৬৬ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৪৯০ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছেন আরও ১ হাজার ৪৯৭ জন। আটক ব্যক্তিদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপীয়, ২৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া নিজ দেশে ফেরতের জন্য ২৫ হাজার ৭৫৪ জনকে পাঠানো হয়েছে নিজ নিজ দেশের দূতাবাসে কাগজপত্র সংগ্রহের জন্য। ২ হাজার ২৭৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সময়ে সৌদি ত্যাগের চেষ্টা করায় ৫৯ জনকে এবং অবৈধ অভিবাসীদের সাহায্য করার অভিযোগে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।

হজ মৌসুম ঘনিয়ে আসায় সৌদি সরকার শ্রম ও অভিবাসন নীতিতে কঠোরতা এনেছে। এই পদক্ষেপের ফলে সৌদিতে অবস্থান করা প্রবাসী এবং আগ্রহীদের জন্য সতর্কবার্তা হয়ে উঠেছে বর্তমান অভিযান।

এজেন্ট ব্যাংকিংয়ে ২৮৫ কোটি টাকা বাড়তি ব্যয়

আল-আরাফাহ ব্যাংকের এমডি ডিএমডিসহ ৮ জনকে বাধ্যতামূলক ছুটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
আল-আরাফাহ ব্যাংকের এমডি ডিএমডিসহ ৮ জনকে বাধ্যতামূলক ছুটি

তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে। রোববার (১৩ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ নাদিম, ডিএমডি ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুঁইয়া ও ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকে ছুটিতে পাঠানো হয়েছে।

আল–আরাফাহ ইসলামী ব্যাংক, এস আলম গ্রুপের দখলে থাকা আটটি ব্যাংকের মধ্যে অন্যতম। অনিয়ম ও জালিয়াতির অভিযোগে এসব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নিরীক্ষা চালাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরীক্ষায় যাতে অনৈতিক হস্তক্ষেপ না হয়, সে লক্ষ্যেই এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে বলে। এখন পর্যন্ত পুনর্গঠিত পর্ষদ আগে নিয়োগ দেওয়া ৭ এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এর আগে, দীর্ঘদিন আল–আরাফাহ ইসলামী ব‌্যাং‌কে চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে আল–আরাফাহ ব্যাংকের পুরোনো বোর্ড ভেঙে গত ৩ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান লংকা বাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ার। পাঁচ সদস্যের এই বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা অনিয়ম ও অসঙ্গতির খোঁজ মিলছে।

সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের বোর্ড ভেঙে নতুন করে গঠন করেছে। এসব ব্যাংকের অনিয়ম ও জালিয়াতি তদন্তে চলছে বিশেষ অডিট। বিশেষ অডিট শুরুর আগেই ইউনিয়ন ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল দেশত্যাগ করেন।

প্রসংগত, গত ৬ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকেও তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। গত ৫ জানুয়ারি এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, ইউনিয়ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একইভাবে ছুটিতে পাঠানো হয়।