পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন সম্পন্ন
পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার সকালে শিক্ষক সমিতির জিরোপয়েন্ট সংলগ্ন কার্যালয়ে গুরুত্বপূর্ণ এক সভা সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ (বীর মুক্তযোদ্ধা) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক বদিউজ্জামান কে সভাপতি ও প্রধান শিক্ষক মুহাম্মদ আনিসুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।
অনুরূপভাবে প্রধান শিক্ষক এসএম মতিয়ার রহমান কে সভাপতি ও প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।
মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, সহ সভাপতি রহিমা আক্তার শম্পা, দেবপ্রসাদ সানা, গাজী মোশাররফ হোসেন, শিব শংকর রায়, দীনেশ চন্দ্র রায়, সঞ্জয় কুমার মন্ডল, জিএম আরিজুবিল্লাহ, সুকুমার রায়, পরমানন্দ বিশ্বাস ও সমরেশ চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার মন্ডল, সহ সাধারণ সম্পাদক খান জিনারুল ইসলাম, কোষাধ্যক্ষ শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত সানা।
সহ সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মজুমদার, শিক্ষা সম্পাদক শেখ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক, আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক কামাল আহম্মদ জেসফর নেওয়াজ, মহিলা সম্পাদক অঞ্জলী রাণী শীল, আইন সম্পাদক গোলাম মোস্তফা, প্রশাসন সম্পাদক হাফিজুর রহমান, আইটি সম্পাদক অনুজ কুমার রায়, পরিকল্পনা সম্পাদক বরুণ কান্তি বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক শামীম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক গনেশ চন্দ্র সরকার, সাহিত্য সম্পাদক এসএম হাফিজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সুজিত কুমার সরকার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক দেবদাস মন্ডল।
উন্নয়ন ও আপ্যায়ন সম্পাদক গৌতম কুমার ঘোষ, ছাত্র বিষয়ক সম্পাদক বিজন কুমার মন্ডল, কার্যনির্বাহী সদস্য সুকুমার সরকার, মোস্তাক হোসেন, সেলিম হোসেন, সুজন কুমার ঢালী, অরবিন্দু মুখার্জি, গোপাল চন্দ্র মন্ডল, কৃষ্ণ পদ মন্ডল, সুকৃতি মোহন সরকার, অরিন্দম কুমার মন্ডল, অসীম কুমার রায়, অরুণ কুমার মিস্ত্রি, সুকুমার চন্দ্র দাশ, ইব্রাহিম খলিল, নরেন্দ্র নাথ রায়, আজগর আমীন, জোবায়ের হোসাইন ও আব্দুল আওয়াল।
মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি আমিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক বাবর আলী গোলদার, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সুব্রত কুমার দাশ, আব্দুস সালাম, প্রসাদ চন্দ্র ঢালী, আমিনুল ইসলাম, জয়দেব কুমার হালদার ও জিএম সেলিম রেজা।
সভায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
নবগঠিত এ কমিটির মেয়াদ ১ জানুয়ারী ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩ বছর কার্যকর থাকবে।
আপনার মতামত লিখুন