খুঁজুন
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১

পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন সম্পন্ন

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৫ অপরাহ্ণ
পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন সম্পন্ন

পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার সকালে শিক্ষক সমিতির জিরোপয়েন্ট সংলগ্ন কার্যালয়ে গুরুত্বপূর্ণ এক সভা সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ (বীর মুক্তযোদ্ধা) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক বদিউজ্জামান কে সভাপতি ও প্রধান শিক্ষক মুহাম্মদ আনিসুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।

অনুরূপভাবে প্রধান শিক্ষক এসএম মতিয়ার রহমান কে সভাপতি ও প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।

মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, সহ সভাপতি রহিমা আক্তার শম্পা, দেবপ্রসাদ সানা, গাজী মোশাররফ হোসেন, শিব শংকর রায়, দীনেশ চন্দ্র রায়, সঞ্জয় কুমার মন্ডল, জিএম আরিজুবিল্লাহ, সুকুমার রায়, পরমানন্দ বিশ্বাস ও সমরেশ চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার মন্ডল, সহ সাধারণ সম্পাদক খান জিনারুল ইসলাম, কোষাধ্যক্ষ শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত সানা।

সহ সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মজুমদার, শিক্ষা সম্পাদক শেখ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক, আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক কামাল আহম্মদ জেসফর নেওয়াজ, মহিলা সম্পাদক অঞ্জলী রাণী শীল, আইন সম্পাদক গোলাম মোস্তফা, প্রশাসন সম্পাদক হাফিজুর রহমান, আইটি সম্পাদক অনুজ কুমার রায়, পরিকল্পনা সম্পাদক বরুণ কান্তি বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক শামীম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক গনেশ চন্দ্র সরকার, সাহিত্য সম্পাদক এসএম হাফিজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সুজিত কুমার সরকার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক দেবদাস মন্ডল।

উন্নয়ন ও আপ্যায়ন সম্পাদক গৌতম কুমার ঘোষ, ছাত্র বিষয়ক সম্পাদক বিজন কুমার মন্ডল, কার্যনির্বাহী সদস্য সুকুমার সরকার, মোস্তাক হোসেন, সেলিম হোসেন, সুজন কুমার ঢালী, অরবিন্দু মুখার্জি, গোপাল চন্দ্র মন্ডল, কৃষ্ণ পদ মন্ডল, সুকৃতি মোহন সরকার, অরিন্দম কুমার মন্ডল, অসীম কুমার রায়, অরুণ কুমার মিস্ত্রি, সুকুমার চন্দ্র দাশ, ইব্রাহিম খলিল, নরেন্দ্র নাথ রায়, আজগর আমীন, জোবায়ের হোসাইন ও আব্দুল আওয়াল।

মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি আমিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক বাবর আলী গোলদার, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সুব্রত কুমার দাশ, আব্দুস সালাম, প্রসাদ চন্দ্র ঢালী, আমিনুল ইসলাম, জয়দেব কুমার হালদার ও জিএম সেলিম রেজা।

সভায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
নবগঠিত এ কমিটির মেয়াদ ১ জানুয়ারী ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩ বছর কার্যকর থাকবে।

গোয়েন্দা সংস্থার তথ্য

গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন! গোয়েন্দা সংস্থার হাতে এসেছে এই তথ্য। ধারণা করা হচ্ছে, তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে।

সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে দেশজুড়ে বাড়ছে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ও সহিংসতা। এসব দমনে চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনায় দেওয়া হয়েছে অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনা মোকাবিলার কৌশল।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর চট্টগ্রামে সহিংসতা, দখল, সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একদিকে রাজনৈতিক শূন্যতা, অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিএসবি) থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়। এতে অস্থির পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য ৮ দফা নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে— সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌঘাট, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে নজরদারি বাড়ানো, বিএনপি ও জামায়াতপন্থি স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করে উসকানিদাতাদের শনাক্তকরণ, অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাড়ায় চালিত গাড়ি ও স্ট্যান্ডগুলোর ওপর নজর রাখা।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল বলেন, ‘সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল পুনরুদ্ধার হয়েছে। আমরা নিয়মিত অভিযানে আছি এবং অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, ‘নগরীতে পুট ও নাইট পেট্রোল, নতুন নতুন চেকপোস্ট, এবং মিনি টিম গঠন করে কাজ করা হচ্ছে। যেসব এলাকা অস্থিরতার ঝুঁকিতে আছে, সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে।’

চট্টগ্রাম জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুনায়েত কাউছার বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো চিঠির বিষয়ে নিশ্চিত নই, তবে হুমকি বা গুজব পেলে আমরা নিয়মমাফিক প্রস্তুতি নিই, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। পুলিশ সবসময় সচেতন ও সতর্ক রয়েছে।’

সিংড়ায় কসমস সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ণ
সিংড়ায় কসমস সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় কান্দিভিটা সমউন্নয়ন মহিলা (kasmas) CLEAN এবং BWGED এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় সিংড়া উপজেলা চত্বরে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়ন যোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার দাবি জানানো হয়।

২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালী আন্দোলনে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করার সময় ৬ জন প্রতিবাদকারী নিহত হয়েছিল। তার স্মরণে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য দেন কসমস সংস্থা নাটোরের নির্বাহী পরিচালক মেহনাজ পারভীন মালা, মোঃ আমিনুল সরকার, মোহাম্মদ ইয়ারত আলী প্রমুখ

প্রতিবাদকারীরা জীবাশ্ম জ্বালানি বন্ধ কর করো নবায়নযোগ্য শক্তি আনো স্লোগান ব্যবহার করেন যা জীবাশ্ম জ্বালানো ভিত্তিক প্রকল্পের পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টি তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা সতর্ক করেন। অনুষ্ঠানে বক্তারা সতর্ক করেন যে জীবাশ্ম জ্বালানি নির্ভর শক্তিনিতি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জন্য হুমকি স্বরূপ ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে তুলেছে তারা সরকারকে সৌর ও বায়ু শক্তিতে বিনিয়োগের আহ্বান জানান যা আরো টেকসই এবং অর্থনৈতিকভাবে লাভজনক।

বেলকুচিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ
বেলকুচিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী পহেল বৈশাখ ১৪৩২ খিঃ রোজ সোমবার শুভ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্দোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩.০০ ঘটিকায় বেলকুচি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম আলী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রানা ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম,  ছাত্র প্রতিনিধি মুসা হাশেমী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পকলা একাডেমির সেক্রেটারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেরগন উপস্থিত ছিলেন। 

সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেলকুচির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের শ্রেনিপেশার জনসাধারণ কে আগামী পহেলা বৈশাখ রোজ সোমবার সকাল ৯.০০ ঘটিকায় বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে বৈশাখী শোভাযাত্রায় শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়।