বেলকুচির সোহাগপুর মানব কল্যাণ সংস্থা কর্তৃক দুঃস্হদের মাঝে ঈদ উপহার বিতরণ

পুনঃ সংস্করণ
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের শতাধিক অসহায় দুঃসহ মানুষের মাঝে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূইয়ার সার্বিক সহযোগিতার বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন এর আহব্বানে রাজাপুর ইউনিয়নের শতাধিক অসহায় দুঃসহ মানুষের মাঝে ঈদ উপহার থ্রিপিজ, লুঙ্গি, পাঞ্জাবি, খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
২৮ মার্চ শুক্রবার সকালে শমেসপুর বাজারে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর আলম প্রামাণিক, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার সদস্য রাতুল ভূইয়া, ইউনিয়ন বিএনপি-র সাবেক সাধারন সম্পাদক আলাউদ্দিন খান। আলো,সার্বিক তত্বাবধানে ছিলেন জীবন মাহমুদ পান্না।
আপনার মতামত লিখুন