খুঁজুন
শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র, ১৪৩১

রাজধানীতে পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে দু’জনের আত্মহত্যা

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ
রাজধানীতে পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে দু’জনের আত্মহত্যা

রাজধানীর কদমতলির জুরাইন মেডিকেল রোড এলাকার একটি বাসায় ও যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড এলাকার একটি বাসায় পৃথক ঘটনা দুইজনের মরদেহ উদ্ধার।নিহত হলেন, মোঃমানিক চাঁন(৫২)ও মোঃপারভেজ (২৪)।

রবিবার(২৯ ডিসেম্বর) সকাল ১১:১৫ দিকে ও শনিবার (২৮ ডিসেম্বর) গতরাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাকফুর রহমান বলেন,
আমরা খবর পেয়ে সকালের দিকে কদমতলীর জুরাইন১৩৫ নং মেডিকেল রোড নিজ বাসায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলে,
নিহতের স্বজনের মুখে জানতে পারি নিয়তের স্ত্রী ১৫ বছর আগে মারা গিয়েছে এই নিয়ে চরম হতাশা গ্রস্থ ছিলেন। এই নিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহতের নিজের বাসা জুরানের মেডিকেল রোড ৪৩৫ নম্বর বাসার আলেক চাঁন মিয়ার সন্তান। নিহত পেশায় ব্যবসায়ী ছিলেন।
অপরদিকে,যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড পারভেজ মিয়া নামের অটোচালকের উদ্ধার করেছে থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে গতরাত বারোটার দিকে যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোড ৫০/১ নম্বর বাসার দ্বিতীয় তলায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি।পরে আইনি পরিখিরা শেষে মোরদহ ময়নাতন জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলে,
আশেপাশের লোকের মুখে জানতে পারি নিহত পেশায় একজন অটোচালক ছিলেন। কি কারনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়টি জানা যায়নি ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাসা যাত্রাবাড়ীর পশ্চিম ওয়াসা রোডের ৫০/১নম্বর বাসার মোঃশুকুর মিয়ার সন্তান।

সিরাজগঞ্জ পৌর বিএনপির ৭, ৮ নং ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
সিরাজগঞ্জ পৌর বিএনপির ৭, ৮ নং ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে পৌর ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পৌর এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে শুক্রবার (১১ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মক্তোব মাঠে উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মোঃ আবু সাঈদ সুইট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৮ নং ওয়ার্ড  বিএনপির  সাবেক সভাপতি মোঃ ইমতাজ আলী কুমকুম।  আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক সদর  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং  সাবেক ভিপি শামীম খান এবং কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য  মিলন ইসলাম খান। 

সার্বিক সহযোগিতা ছিলেন, শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম।   অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা এবং অনুষ্ঠান   সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।

এসময়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন  হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

উক্ত  মতবিনিময় সভায় সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির  কমিটি গঠন করার লক্ষ্যে  উপস্থিত ২ টি ওয়ার্ডের একাধিক  সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে  প্রার্থীরা তাদের জীবন  বৃত্তান্ত এবং  পতিত  স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছরে  নেতাকর্মীরা  বিভিন্নভাবে  নির্যাতনের শিকার হয়েছেন, মামলায় পড়েছেন, কারাভোগ করেছেন তাদের  বিভিন্ন   মামলার নথির  কপি সহ অন্যান্য কাগজ-পত্র সম্মেলন প্রস্তুত কমিটি কাছে জমা দেন।

তালপট্টি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
তালপট্টি

আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই: হাবিব

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই: হাবিব

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই। শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে। পতনের আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশঙ্কা করেছিলেন তাদের পতন হলে একদিনে আওয়ামী লীগের ৫ লাখ লোক মারা যাবে। কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা কী দেখলাম?

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বের কারণে দেশে কোনো অরাজকতা হয়নি। কারণ তারেক রহমান স্পষ্ট করে আমাদের জানিয়ে দিয়েছিলেন, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।

সংস্কারে বিএনপির কোনো আপত্তি নেই জানিয়ে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমরা সংস্কারের বিরোধী নই। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না।

তিনি বলেন, সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের কথা বললেই সংস্কারের বিরোধিতা করা নয়।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদার, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি মো. আইয়ুব খান প্রমুখ উপস্থিত ছিলেন।