ঢামেক হাসপাতালে পৃথক দু’টি কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের মর্গ অফিসের পাশ থেকে আনুমানিক ১দিন বয়সী অজ্ঞাতপরিচয় এক কন্যা নবজাতকের এবং জরুরী বিভাগ মর্গের সামনের টয়লেটে আরেকটি কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, চলতি বছরের গত ১৯শে নভেম্বর, ১ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর ঢাবে হাসপাতালের পাশে ফুতপাত থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছিলেন পুলিশ। এই বিষয়টি একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন প্রতিবেদনে প্রকাশিত হয়।
আজ মঙ্গলবার(৩১ডিসেম্বর)একটা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। অপরদিকে আরেকটি কন্যা নবজাতকের জরুরি বিভাগের পাবলিক টয়লেটে পাওয়া যায় এবং পরবর্তীতে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এবং বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালের নতুন ভবনের মর্গ অফিসের পাশে পলিথিনের ভিতরে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের অচেতন দেহ পরে থাকলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের পুলিশ ক্যাম্পে জানায়।পরে আমরা নবজাতককে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নবজাতকটি আর বেঁচে নেই।
তিনি আরও বলে, নবজাতকের মরদেহ দু’টি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।‘কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা করছি।’ আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করেও এ বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন