খুবির রিসার্চ সোসাইটির দায়িত্বে দেবাশীষ-বিজন
খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিষয়ক সংগঠন “রিসার্চ সোসাইটি” এর কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবাশীষ অধিকারী এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শিক্ষা ডিসিপ্লিনের একই বর্ষের শিক্ষার্থী বিজন রায়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি পদে মো. রেজওয়ানুল ইসলাম এবং সৌরভ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তপন কুমার কুণ্ডু এবং মো. সজিব, সাংগঠনিক সম্পাদক পদে নিশাত জাহান নাদিরা, দপ্তর সম্পাদক পদে গৌর মুণ্ডা, প্রচার সম্পাদক পদে মো. মেহেদী জামান, কমিউনিটিকেশন সম্পাদক পদে কাজী শাহেদ ইকবাল, প্রকাশনা সম্পাদক পদে নাঈমুর রহমান মুন্না, অর্থ সম্পাদক পদে আসমাউল হুসনা, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক পদে চয়ন বকশী, আন্তর্জাতিক সম্পাদক পদে ইমন আল মাহমুদ, আইটি সম্পাদক পদে আশিকুর রহমান উজ্জ্বল।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মো. তৌকির জোয়ারদার, রাইতা সারওয়ার, মাহবুবুর রহমান আকাশ, আব্দুল্লাহ আল নোমান, সঞ্জীব দাশ, শারমিন সুলতানা, হৃদয়, মেহেরুন নেসা, নাঈমুজ্জামান দিপু, নুসরাত জাহান, মো. মোকাররম হোসেন, ফারহান শাহরিয়ার, তানভীর কবির শাওন এবং আল মুবিন শামস।
আপনার মতামত লিখুন