খুঁজুন
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ, ১৪৩১

খোলস পাল্টেছে ছাত্রলীগের অনেকেই

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মহিবুল্লাহ বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র নেতা !

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মহিবুল্লাহ বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র নেতা !

সন্ত্রাসী কর্মকান্ডের জেরে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নার্সিং ইউনিটের নেতা মহিবুল্লাহর দাপটে এখনো তটস্ত ঢাকা নার্সিং কলেজ। জুলাই আগস্ট গন অভ্যুত্থানে ছাত্রলীগ নেতা মহিবুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনে বাধা দেয় ও ছাত্রলীগের এজেন্ট হিসাবে কাজ করে। তবে এখন তিনি ভোল পাল্টে বৈষম্য বিরোধী ছাত্র নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন।

ঢাকা নার্সিং কলেজের সাধারন শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নার্সিং ইউনিটের সাধারন সম্পাদক পদ প্রার্থী মহিবুল্লাহ নিয়মিত আওয়ামী লীগের পার্টি অফিসে যাতায়াত করতেন। সেখানে তার সাথে ঢাকা নার্সিং কলেজের অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত থাকতো। তৎকালীন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের অনূসারী মহিবুল্লাহ ক্ষমতার দাপটে শিক্ষার্থী ও শিক্ষকদের অপমান, অপদস্থ করতো প্রতিনিয়ত।

মহিবুল্লাহর নামে অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলেন, সরকার পরিবর্তনের সাথে সাথে ছাত্রলীগ নেতা মহিবুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন। ছাত্রলীগ পরিচয় গোপন করে গত সপ্তাহে কেন্দ্রীয় সম্বন্বয়ক তরিকুল ইসলামের সাথে ঢাকা নার্সিং কলেজের পক্ষ থেকে মতবিনিময় করেন। এতে ক্ষুব্ধ ঢাকা নার্সিং কলেজের সাধারন শিক্ষার্থীরা।

সাধারন শিক্ষার্থীদের দাবি, কেন্দ্রীয় সমন্বয়করা এসব ছাত্রলীগ নেতাদের প্রশ্রয় দিলে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হবে। সমন্বয়কদের সমালোচনা করে সাধারন শিক্ষার্থীরা বলেন, সাধারন শিক্ষার্থীদের সিদ্ধান্তের বাইরে ছাত্রলীগকে পূর্নবাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

ছাত্রলীগ নেতা মহিবুল্লার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের কমতি নেই। কলেজের অধ্যক্ষ শিরিনা আক্তারকে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে বাধ্য করে এবং তাকে শারিরিক ভাবে লাঞ্চিত করেন ছাত্রলীগ নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ নেতা মো: মহিবুল্লাহ ও অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিতভাবে মিডওয়াইফ শিক্ষার্থী সানজিদা সুলতানা পানশিসহ কয়েকজন ছাত্রীর উপর হামলা করে। আহত শিক্ষার্থী পানশিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বাধা দেওয়ার চেষ্টা করে। ছাত্রলীগ নেতা মো: মহিবুল্লাহ ভয় ও হুমকিতে ঢাকা নার্সিং কলেজের অনেক শিক্ষার্থী আতঙ্কিত ও সর্বদা জীবননাশের সংকায় থাকে।

এছাড়াও ছাত্রলীগ নেতা মহিবুল্লার বিরুদ্ধে অভিযোগ আছে, বর্তমানে রেজিস্টার পদে হালিমা আক্তারকে সাময়িক নিয়োগ প্রদান করায় সে অসন্তোশ প্রকাশ করে এবং গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে ছাত্রলীগ নেতা পরিচয়ে মারামারি ও ভাংচুর করে সরকারের প্রায় ১০ (দশ) লক্ষ টাকার সম্পদ নষ্টসহ বিভিন্ন নথি নষ্ট হয়েছে বলে জানা গেছে।

এমতাবস্থায় ক্যাম্পাসে পড়ালেখার পরিবেশ সৃষ্টি করতে ছাত্রলীগ নেতা মহিবুল্লার ছাত্রত্ব বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থার দাবি জানিয়েছে সাধারন শিক্ষার্থীরা। নার্সিং কলেজের শিক্ষকরা দ্রুত তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।

মহিবুল্লাহর বিরুদ্ধে এতোসব অভিযোগের বিষয়ে জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ পাওয়া সম্ভব হয়নি।
আমরা পরের পর্বে বিতর্কিত ছাত্রলীগ নেতা মহিবুল্লাহর আরো ইতিবৃত্ত তুলে ধরবো।

মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের “পুনর্মিলনী”

মোঃ লিটন মিয়া, টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ
মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের “পুনর্মিলনী”

টাঙ্গাইলে বাসাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৪ (এসএসসি ব্যাচ ১৯৯১-২০০০) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ উপলক্ষে মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয় ও মাঠ প্রাঙ্গণ প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। একে অপরের সাথে প্রানের মিলনমেলায় অংশ গ্রহণ করে, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় করে।

কুমুদিনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন(১৯৯১) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক জিতেন্দ্র লাল সরকার, বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো. হায়দার আলী খান, প্রাক্তন শিক্ষক মো. এরশাদ আলী খান, মো. আরফান আলী খান, জিলমোহন সরকার, জগদীশ চন্দ্র কর্মকার, রহিদাশ কর্মকার, হানিব খান, শ্রীদাম চন্দ্র  গোস্বামী, সুস্তোষ কুমার সরকার।

এসময উপস্থিতি ছিলেন ১৯৯১-২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নরসিংদীর মাধবদীতে চাঁদা না দেওয়ায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

মোঃ আলম মৃধা, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ
নরসিংদীর মাধবদীতে চাঁদা না দেওয়ায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

মাধবদীতে চাঁদা না দেওয়ায় নুর মোহাম্মদ নামে এক টেক্সটাইল মালিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ (২১ ডিসেম্বর) হত্যার পর গুমের উদ্দেশ্যে লাশ ফেলতে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের হাতে আটক হয় অভিযুক্তরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

জানা যায়, অটককৃতরা হলো মাধবদী কাঠালিয়া গ্রামের রববানি মিয়ার ছেলে রবিন (২১), একই গ্রামের এবাদুলাল্লাহ হোসেনের ছেলে রুবেল (২২), কোলাতপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আলামিন (৪২), একই এলাকার আব্দুল রশিদ এর ছেলে রকিব হোসেন (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিন, রকিব, আলামিন ও রুবেলসহ বেশ কয়েকজন নুর মোহাম্মদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তবে নিহত ব্যক্তি চাঁদা দিতে অস্বীকার করেন।
এ নিয়ে তাদের সাথে টেক্সটাইল মালিকের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল শুক্রবার রাতে নূর মোহাম্মদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকে পাশের একটি বন্ধ কারখানায় নিয়ে যায়া। এক পর্যায়ে চাঁদা দাবিকারী রুবেল, রকিব, রবিন, আলামিনসহ অজ্ঞাত নামা ব্যক্তিরা নূর মোহাম্মদকে শ্বাসরোধ করে হত্যা করে।

হত্যার পর নিহত নূর মোহাম্মদের লাশ গুমের উদ্দেশ্যে ভোর রাতে বস্তাবন্দি করে নারায়ণগঞ্জের আড়াই হাজার সীমান্তে ফেলে দিতে যায়। লাশ ফেলার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে। পরে স্থানীয়রা তাদের আটক করে মাধবদী থানা পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে ও ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে পুলিশ হেফাজতে নেয়।

নিহত নুর মোহাম্মদ সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের কোলাতপুর গ্রামের আলকাস মিয়ার ছেলে।

এই হত্যার বিষয়ে জানতে মাধবদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলামকে সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে ফোনটি রিসিভ করেননি।

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কাই এক যুবকের মৃত্যু

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কাই এক যুবকের মৃত্যু

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোঃ আপন (২২)নিহত হয়েছে। নিহত আপন কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার মৃত গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে মগবাজার এলাকায় ভাড়া থাকতো।

শনিবার(২১ ডিসেম্বর)সন্ধ্যা সোয়া ৫টা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ বলেন, আজ বিকেলের দিকে মগবাজার রেল ক্রসিং পারাপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবকটি।পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।

তিনি আরও বলে,
আমরা ওই যুবকের পকেটে থাকা কাগজে লেখা মোবাইল নাম্বারে তার পরিবারের সাথে কথা বলে তার নাম পরিচয় জানতে পেরেছি। পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক হোসেন, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।