৪ আগস্টেই খুলনার রাজপথ দখলে নেয় ছাত্র-জনতা
২০২৪ সালে খুলনা বিভাগজুড়ে ঘটে গেছে বহু আলোচিত-সমালোচিত ঘটনা। ঘটনাবহুল এই বছরটিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় জুলাই-আগস্ট আন্দোলন। যা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। আন্দোলন-সংঘর্ষ-রাজনৈতিক পালাবদলে উত্তাল ছিল সারাদেশ।
২০২৪ সালে জুলাইয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের কোটা সংস্কারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সরকারের দমন-নিপীড়নের মুখে তা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়। এক মাসের মধ্যেই শিক্ষার্থীদের বিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়। অবসান ঘটে আওয়ামী লীগের ১৫ বছরের অপশাসনের। বছরের শুরুতে বিতর্কিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো ক্ষমতার আসনে বসার মাত্র ৮ মাসের মাথায় ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে পালাতে হয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল ও স্লোগানে মুখর ছিল খুলনার রাজপথ। আন্দোলনের শুরু থেকেই খুলনার রাজপথে সরব ছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে ২ আগস্ট খুলনা নিউমার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিন দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত এবং অনেকের অঙ্গহানির ঘটনা ঘটে। এদিন বিকেলে সংঘর্ষ চলাকালে সুমন কুমার ঘরামী নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন।
সবচেয়ে আলোচিত বিষয় ছিল শেখ হাসিনার দেশত্যাগ করার একদিন আগেই ৪ আগস্ট খুলনার রাজপথ দখলে নিয়েছিল ছাত্র-জনতা। তাদের গণঅভ্যুত্থানের মুখে খুলনা ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী ও সাবেক এমপি-মন্ত্রীরা। ওইদিন বিক্ষোভের মুখে ধ্বংসস্তূপে পরিণত হয় খুলনার ক্ষমতার কেন্দ্রবিন্দু ‘শেখ বাড়ি’। এছাড়া নগরীর শঙ্খ মার্কেটে অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। গত ৪ ও ৫ আগস্ট খুলনা জেলা পরিষদ ও বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র, খুলনা প্রেসক্লাব ভস্মীভূত হয়।
সোমালিয়ার জলদস্যুদের কবলে থেকে মুক্ত খুলনার তৌফিকুল
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে ১৫ মে এমভি আব্দুল্লাহ জাহাজের দ্বিতীয় প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম খুলনার করিমনগরের বাড়িতে আসেন। তার আগমনে আনন্দের জোয়ার বইতে শুরু করে পরিবার ও এলাকাজুড়ে। আবেগঘন পরিবেশের তৈরি হয়। তৌফিকুল ইসলাম খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার ২০/১ করিমনগর এলাকার মো. ইকবাল এবং দিল আফরোজ দম্পতির ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ জাহাজটি জিম্মি করে। পরে ১৪ মে বিকেল পৌনে ৪টার দিকে সোমালিয়ার জলদস্যুরদের কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক দেশের মাটিতে পা রাখেন।
কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি
২৪ মার্চ বিকেলে খুলনা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১২ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পৃথক পৃথক খামে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হুমকি দেওয়া হয়। কাফনের কাপড় স্ট্যাপলার করা ওই চিঠিতে লেখা ছিল ‘প্রস্তুত থাকিস’।
হাসপাতাল থেকে ‘ফিল্মি স্টাইলে’ নারীকে অপহরণ
২৮ জানুয়ারি খুলনায় ধর্ষণের শিকার এক নারীকে খুলনা মেডিকেল হাসপাতাল এলাকা থেকে ফিস্মি স্টাইলে অপহরণ করা হয়। ওইদিন বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ওই নারীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। গত ৯ অক্টোবর ওই নারীর খালাতো ভাই পরিচয়দানকারী গোলাম রসুল বাদী হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-৩ এ ধর্ষণ ও অপহরণের অভিযোগ করেন। পরে আদালত ঘটনাটি তদন্ত করে নগরীর সোনাডাঙ্গা থানাকে মামলা রুজু করার নির্দেশ দিলে গত ১৭ অক্টোবর ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদসহ আটজনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ওই মামলার ২ নম্বর আসামি।
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে সেই নারীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৪ নভেম্বর খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার জন্য সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে প্রিজনভ্যান থেকে নামানোর সময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ মামলার অপর সহযোগী এমরান হোসেন গাজীকেও গ্রেপ্তার দেখানো হয়।
গৃহবধূর চোখে-মুখে আঠা লাগিয়ে দেয় চোর
চুরি করতে দেখে চিৎকার করে ওঠায় খুলনার পাইকগাছায় এক গৃহবধূকে (৪৫) নির্যাতন এবং চোখে ও মুখে সুপার গ্লু লাগিয়ে দিয়েছিল চোর ইমামুল ওরফে এনামুল। পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রাম থেকে চোখ-মুখে আঠা (সুপার গ্লু) লাগানো এবং অচেতন অবস্থায় ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় পুলিশ চোর এনামুলকে গ্রেপ্তার করলে রহস্য উন্মোচিত হয়।
প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে ঢাকায় সুন্দরবন এক্সপ্রেস
খুলনা থেকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সুন্দরবন এক্সপ্রেস। ১ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। নতুন এই রুটে ট্রেন চলাচলে অন্তত দুই ঘণ্টা সময় বাঁচে।
খুলনা-মোংলা রুটে যাত্রীবাহী ট্রেনে নতুন দিগন্তের সূচনা
১ জুন ‘মোংলা কমিউটার’ ট্রেন প্রথমবারের মতো মোংলা রুটে যাত্রা করে। যা নতুন দিগন্তের সূচনা সৃষ্টি করে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।
নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’
রেল সেক্টরের আরেকটি মাইলফলক হচ্ছে খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকার জন্য নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। এই ট্রেনে মাত্র পৌনে ৪ ঘণ্টায় খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনায় চলাচল করতে পারছেন যাত্রীরা। প্রথমযাত্রায় ২৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র পৌনে ৪ ঘণ্টা।
২৫ বছরের মধ্যে খুলনায় রেকর্ড তাপমাত্রা
চলতি বছরের ২৫ বছরের মধ্যে গত ১ মে খুলনায় রেকর্ড তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিল ও মে মাসের টানা দাবদাহে বিপাকে পড়ে মানুষ। অসহ্য গরমে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি।
বাগেরহাটের যত আলোচিত ঘটনা
সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে হত্যার ঘটনার পাশাপাশি বছরজুড়ে আলোচনায় ছিল সুন্দরবনে আগুন, একসঙ্গে ১৭ মহিষের রহস্যজনক মৃত্যুর ঘটনা। ৫ নভেম্বর বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে গুলি ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই দিন দুপুরে ডেমা গ্রামের নিজ বাড়ি থেকে চাচা কামাল তরফদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাগেরহাট-রামপাল সড়ক দিয়ে বাগেরহাট শহরে যাচ্ছিলেন সজীব তরফদার। পার্শ্ববর্তী গ্রাম মির্জাপুর আমতলা মসজিদের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে গুলি ও কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। সজীব তরফদারকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আবু বক্কর শিকদার (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ভাড়াটে খুনি দিয়ে চুক্তিতে সজীব তরফদারকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও ৪ মে বিকেলে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে আগুন লাগার ঘটনা পরিবেশবিদ ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। আর ৩১ অক্টোবর দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে একসঙ্গে ১৭ মহিষের রহস্যজনক মৃত্যুর ঘটনাটি আলোচিত ছিল। ওইদিন সকালে প্রজনন খামারের মাঠে মহিষগুলোর মৃত্যু হয়। পরে পোস্টমর্টেমের জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। এছাড়া সরকারি টিকাদান কর্মসূচিতে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ৩ নভেম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
সাতক্ষীরায় আলোচনায় ছিল যেসব ঘটনা
সাক্ষীরার শ্যামনগরের কালী মন্দিরে নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরির ঘটনাটি ছিল আলোচিত। গত ১০ অক্টোবর দুপুরে সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি হয়। সিসিটিভি ফুটেজে এক যুবককে চুরির সময় দেখা যায়। স্থানীয় প্রশাসন চোর ধরার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনাটি দুই দেশের গণমাধ্যমে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দু ছিল।
এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে সাতক্ষীরা সদরের ধলবাড়ীয়া গ্রামে ৯ বছর বয়সী আলিফ হোসেনকে হত্যা করা হয়। বাবা ইয়াসিন হোসেন মাদকাসক্ত অবস্থায় সন্তানকে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা আগুন দেখে দমকল বাহিনী ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ইয়াসিনকে আটক করে। এ ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। আর জুন মাসে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজে ভিডিও ধারণের সময় দুর্ঘটনায় নিহত হন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটর রবিউল আজিম তনু। এ ঘটনায় নিরাপদ কন্টেন্ট ক্রিয়েশনের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
যশোরের আলোচিত যত ঘটনা
২০২৪ সালে যশোর জেলায় সবথেকে আলোচিত ঘটনা হলো সরকার পতনের পর দেশের মধ্যে অন্যতম পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যশনালে অগ্নিকাণ্ড। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রাণ হারায় ২৫ জন। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পরে বিকেল সাড়ে ৩টা নাগাদ একদল দুর্বৃত্ত আগুন দেয় জাবের ইন্টারন্যাশনালে। এ সময় বিল্ডিংয়ে থাকা কর্মচারী ও সাধারণ মানুষ আটকা পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও মানুষের আর্তনাদে ফায়ার সার্ভিস আসার আগেই এগিয়ে আসে সাধারণ মানুষ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আটকা পড়াদের জীবন বাঁচাতে বাইরের অনেকেই আহত হন এবং কয়েকজন পুড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটে এদিন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ২৫ জন নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন বিদেশিও ছিলেন।
এছাড়াও গত ৪ সেপ্টেম্বর যশোরের শীর্ষ সন্ত্রাসী ফিঙে লিটন আত্মসমর্পণ করেন। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বদলে যায় রাজনৈতিক দৃশ্যপট। ৫৩ দিন সাজাভোগ করে গত ২৮ অক্টোবর কারামুক্ত হন যশোরের আলোচিত এই সন্ত্রাসী।
গত ১৮ ডিসেম্বর একইদিনে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত থেকে তিন বাংলাদেশীর মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের নির্যাতনে তিন বাংলাদেশি নিহত হওয়ার। শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে আহত অবস্থায় উদ্ধারের পর মৃত্যু হয় একজনের। আরেকজনের লাশ শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
সর্বশেষ যশোরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চরম বিভ্রান্তি।
যশোর সদর উপজেলার জামিয়া ইসলামিয়া মাদরাসার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। ঠিক তার পাশেই দুইজন কালো কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে গার্ডের মতো দাঁড়িয়ে আছেন। মঞ্চের আশপাশে বেশ কয়েকজনকে শ্রোতা হিসেবে দেখা যায়। এ ভিডিও গত ১৯ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। অস্ত্র হাতে এমন ভিডিও আতঙ্কিত করে গোটা দেশবাসীকে। পরবর্তীতে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি গত ১৭ ডিসেম্বর মাদরাসার একটি বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের যেমন খুশি তেমব সাজোর একটি অংশ এবং এটি পুরোটাই অভিনয়। এছাড়া হাতে থাকা আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তুটিও আসল আগ্নেয়াস্ত্র নয় বরং শোলা দিয়ে তৈরি করা হয়েছিল। প্রদর্শনীটির প্রেক্ষাপট ছিল বর্তমান ইসরাইল ও ফিলিস্তিন পরিস্থিতি।
নড়াইলে ঘটেছে যেসব আলোচিত ঘটনা
৫ আগস্ট নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সোমবার (৯ ডিসেম্বর) রাতে নড়াইলের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন।
আরেকটি আলোচিত ঘটনা ছিল নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা। গত ২৯ অক্টোবর দিবাগত রাতে নড়াইলে সদর উপজেলার তুলারামপুর এলাকায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়।
ঝিনাইদহে আলোচনা ছিল এমপি আনার হত্যা
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে গিয়ে তিনি তার ভারতীয় ঘনিষ্ঠ বন্ধু পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার বরাহনগর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডলপাড়া লেনের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন ১৩ মে দুপুরে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরে গত ২২ মে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার খুন হওয়ার বিষয়টি জানায় ভারতীয় পুলিশ। এরপর থেকেই একের পর এক লোমহর্ষক ঘটনা বেরিয়ে আসতে থাকে। পুলিশের তদন্তে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর নাম সামনে আসতে থাকে। এমপি আনারের লাশ পাওয়া না গেলেও, তার দেহের খন্ডিত মাংস পায় ভারতীয় গোয়েন্দা পুলিশ।
আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবার মরদেহ শনাক্ত করার জন্য নভেম্বরের শেষ দিকে কলকাতায় যান। তখন তার ডিএনএর নমুনা নেওয়া হয়। তারপর দুটি নমুনাই যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল। ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনাই পাঠানো হয়। সেই ডিএনএ মিলে গেছে। ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে, একটি খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির।
চুয়াডাঙ্গার আলোচিত সব ঘটনা
১১ ডিসেম্বর চুয়াডাঙ্গায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। এ সময় তার হাতে হাতকড়া পরানো ছিল। তার হাতকড়া পরিহিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
২৫ জানুয়ারি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্বজনদের সঙ্গে হাসপাতালে আসেন গর্ভবতী এক তরুণী। চিকিৎসক তাকে দেখে ভর্তি করে দ্রুত গাইনি ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানেই জন্ম হয় ফুটফুটে এক কন্যা সন্তানের। আর তারপরই লাপাত্তা হয়ে যান ওই সন্তানের মা। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তালাকের ভয়ে প্রসবের পরই নবজাতককে হাসপাতালের এক রোগীর স্বজনের কাছে রেখেই পালিয়ে যান জন্মদাত্রী মা ও স্বজনরা। বিষয়টি জানাজানি হলে অনেকেই নবজাতককে দত্তক নিতে ছুটে আসেন।
ঘুষের দর-কষাকষির অডিও ভাইরাল, ফেঁসে যাচ্ছেন এএসআই ঘটনাও ছিল আলোচিত। গত ১৩ মে এএসআই আলতাফ হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দেন আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের আফরোজা খাতুন নামে এক ভুক্তভোগী নারী। পরে আলমডাঙ্গার আসমানখালী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলতাফ হোসেনবাদী পক্ষের কাছে টাকা দাবি ও বিবাদীদের কাছ থেকে ঘুষ আদায়ে দর-কষাকষির একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। এএসআই আলতাফ হোসেন ঘটনাটি সত্য নয় বলে দাবি করেন। তবে ভাইরাল হওয়া অডিও ক্লিপের প্রাথমিক সত্যতা পেয়েছিল তদন্তকারী কর্মকর্তা ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ।
এছাড়াও ১৩ নভেম্বর রাতের চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুরে সবুজ (২৩) নামের এক যুবককে মোটরসাইকেলের সঙ্গে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাঁদার টাকা না পেয়ে পাঁচজন মিলে সবুজকে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তার হওয়া আসামি সাগর। পরে জহুরুল ও পাপ্পু নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
যেসব ঘটনায় আলোচিত ছিল কুষ্টিয়া
২০২৪ সালে কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় পুলিশের কর্মকর্তা ও সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে। সরকারি কাজে দায়িত্বরত অবস্থায় কারও কারও ওপর হামলা, মারধর, জুতাপেটা, অবরুদ্ধ, হুমকিধামকি ও হত্যার মতো ঘটনা ঘটেছে। জলদস্যুদের হাতে দুই পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনাও হয়েছে।
২৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় পদ্মা নদীতে পুলিশের আভিযানিক দলের ওপর হামলা করে জলদস্যুরা। তাদের হামলা ও মারপিটে পুলিশের দুই সহকারী উপপরিদর্শক সদরুল হাসান ও মুকুল হোসেন নিহত হন। পরদিন নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় কুমারখালী থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে ২৯ অক্টোবর ৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে মামলা করন। মামলার এজাহারভুক্ত আসামি সাদেক শেখ ও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা যায়নি।
বছরজুড়ে ইবিতে আলোচনায় ছিল যা
নানা সফলতার মধ্যেও, নবীন শিক্ষার্থীকে র্যাগিং, মারামারি, ভিডিও ক্লিপ ভাইরাল এবং শিক্ষার্থীদের অফিস ফাঁকি দেওয়াসহ বিভিন্ন ঘটনায় বছরজুড়ে উত্তাল ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
ইবির রেজিস্ট্রারের আপত্তিকর ‘ভিডিও কল’ ভাইরালের ঘটনাটিও ছিল আলোচিত। গত ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের আপত্তিকর ভিডিও কল ভাইরাল হয়। ‘ইবির ত্রাস’ নামক ফেসবুক আইডিতে এটি পোস্ট করা হয়। শিক্ষক-কর্মকর্তারা ভিডিওর সত্যতা যাচাই করে শাস্তির দাবিও জানিয়েছিলেন।
এছাড়া মেডিকেল সেন্টার ভাঙচুর ও র্যাগিংয়ের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল এবং পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এর মধ্যে মেডিকেল সেন্টারে ভাঙচুরের ঘটনায় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্যের ছাত্রত্ব বাতিল এবং নবীন এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের হিশাম নাজির শুভ, মিজানুর রহমান ইমন, শাহরিয়ার হাসান, শেখ সালাউদ্দিন সাকিব ও সাদমান সাকিব আকিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা। তবে বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তাই অফিস সময় শেষ হওয়ার আগেই ক্যাম্পাস ত্যাগ করেন। গত ২৫ আগস্ট কর্মকর্তারা বাসায় ফিরতে দুপুর ২টার বাসে ওঠেন। এ সময় শিক্ষার্থীরা বাস থেকে নামিয়ে দিয়ে তাদের অফিসে ফেরত পাঠান। পরের একই ঘটনায় দুই কর্মকর্তা মারামারিতে জড়ান। এ ঘটনা ক্যাম্পাসে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছিল।
মাগুরার আলোচিত যত ঘটনা
চলতি বছরের ১৪ এপ্রিল পারিবারিকভাবে রাব্বি ও রুমী খাতুনের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু যুগল জীবনযাপন বেশিদিন কাটাতে পারেননি তারা। অনাগত সন্তানের মুখও দেখা হয়নি রাব্বির। পৃথিবীর সব মায়াকে তুচ্ছ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ডাকে সাড়া দেন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি। বিয়ের মাত্র সাড়ে চার মাস পর আন্দোলনে শহীদ হন তিনি।
নিহত মেহেদী হাসান জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। ৪ আগস্ট মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে মাগুরা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীসহ ৪ জন নিহত হন। ১১ ডিসেম্বর রাতে কন্যা সন্তানের বাবা হন আন্দোলনে নিহত ছাত্রদল নেতা রাব্বী। মাগুরা শহরের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রাব্বির স্ত্রী রুমী খাতুন। তবে রাব্বি দেখে যেতে পারেননি তার সন্তানকে।
এছাড়া আরেকটি আলোচিত ঘটনার মধ্যে ছিল ৩০ আগস্ট মাগুরায় আধিপত্য বিস্তারের জেরে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৌর কৃষক দলের সহ-সভাপতি ওয়াজেদ আলীর (৫০) নিহত হন।
মেহেরপুরের যেসব ঘটনা আলোচিত
মেহেরপুর জেলায় ২০২৪ সালের সব চেয়ে আলোচিত ও সমালোচিত ঘটনার মধ্যে অন্যতম অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার। অনলাইন জুয়ায় জড়িয়ে কেউ হয়েছে কোটিপতি, শতশত যুবক হয়েছে নিঃস্ব ও সর্বস্বান্ত। যার সঙ্গে জড়িত সাবেক জনপ্রশাসন মন্ত্রী পত্নী ও কেন্দ্রীয় মহিলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাসহ জনপ্রশাসন মন্ত্রীর পরিবারের লোকজন। ইতোমধ্যে অনলাইন জুয়াকাণ্ডে প্রায় অর্ধশতাধিক জুয়াড়ি ও এজেন্টদের গ্রেপ্তার করেছে পুলিশ।
আলোচনায় ছিল সড়কে গাছ ফেলে পরিবহনে গণডাকাতির ঘটনাও। গত ৩ অক্টোবর ভোরে শ্যামলী পরিবহন, তিনটা ট্রাক, একটি মাইক্রোবাসসহ যাত্রী ও চালকদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যান ডাকাত দলের সদস্যরা। এ সময় চালক ও হেলপারকে মারধর করে আহত করা হয়। মেহেরপুরে আরও একটি আলোচিত ঘটনার মধ্যে এনজিও পরিচালকের হাতে ভাবি ও বোন হত্যার ঘটনা। ১২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের সাথে সাথে মেহেরপুর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে হামলার চালায় দুর্বৃত্তরা।
আপনার মতামত লিখুন