রাজারহাটে’র ছেলে শফিকুল ইসলাম এর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন « বিডিনিউজ৯৯৯ডটকম

রাজারহাটে’র ছেলে শফিকুল ইসলাম এর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৪:৫৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৪:৫৩
Link Copied!
রাজারহাটে’র ছেলে শফিকুল ইসলাম এর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন -- বিডিনিউজ৯৯৯ডটকম

বাংলাদেশে আল-মাদিনাতুল হেরা কেন্দ্রীয় সাময়িক পরীক্ষায় ভারতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১টি দেশের হাফেজদেরকে পরাজিত করে রাজারহাট উপজেলার হাফেজ মোঃ শফিকুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। তার এ অসাধারণ গৌরব গাঁথা সাফল্যকে অবিস্মরণীয় করতে আর্তমাবতার সেবায় নিয়জিত ” সময়ের প্রয়োজনে আহবান” ( বিদ্যানন্দ ) এর নেতৃত্বে তিস্তা বাসস্ট্যান্ডে সংবর্ধনা ও ছাদখোলা মাইক্রোবাস সহ বিশাল গাড়ি বহরের মাধ্যমে তার বাড়িতে পৌঁছে দেয়। মোঃ শফিকুল ইসলামের অভাবনীয় অর্জনে বাংলাদেশ তথা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌজাবাসী সেই সাথে তার পিতাঃ মোঃ আলতাফ হোসেন, মাতাঃ মোছাঃ ছমিনা বেগম আজ ধন্য। হাফেজ মোঃ শফিকুল ইসলামকে এ অর্জনে পৌঁছাতে প্রস্তুতকারী সকল সম্মানিত শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বিষয়ঃ: