কলার খোসার ম্যাজিক্যাল ব্যবহার « বিডিনিউজ৯৯৯ডটকম

কলার খোসার ম্যাজিক্যাল ব্যবহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৪:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৪:০২
Link Copied!
কলার খোসার ম্যাজিক্যাল ব্যবহার -- বিডিনিউজ৯৯৯ডটকম

কলা খেয়ে খোসা ফেলে দিচ্ছেনতো, কিন্তু জাদুকরি এই কাজগুলো জানলে আর ফেলবেন না অবশ্যই। কলার উপকারিতাতো আমাদের সকলেরই জানা এবার তাহলে জেনে নিন কলার খোসার কার্যকরি উপকারিতাগুলোও।

আপনি জানলে অবাক হবেন যে নিয়মিত ত্বকে কলার খোসা ঘষলে ত্বকের বলিরেখার সমস্যা দূর হয়ে যাবে।
সকালে কলার খোসার নরম অংশ ঘষে নিন দাঁতে। দুই মিনিট পর কুলি করে নিন। এতে আপানর দাঁতের হলদে ভাব দূর হয়ে যাবে।
ফেলে না দিয়ে কলার খোসা খেতে পারেন রান্না করে। জানেন কি, কলার খোসায় প্রচুর পরিমাণে মুড-নিয়ন্ত্রণ রাসায়নিক সেরোটোনিন থাকে। যা শরীরের অবসাদ দূর করতে সাহায্য করবে।
গাছের দ্রুত বৃদ্ধির জন্য কলার খোসা ছোট টুকরা করে টবের মাটির সঙ্গে মিশিয়ে দিন।
ব্লেন্ডারে কলার খোসা ও পানি ব্লেন্ড করে পেস্টটি রুপার গয়নায় লাগিয়ে ঘষুন। রুপার গয়নার চকচকে ভাব ফিরিয়ে আনতে কলার খোসা ব্যবহার বেশ কার্যকর।
কলার খোসা আপনার চোখকে ছানি পড়ার হাত থেকে রক্ষা করতে পারে। কলার খোসায় অ্যান্টি-অক্সিডেন্ট লুটিন থাকে যা অতিবেগুনি রশ্মির ছোবল থেকে চোখকে বাঁচায়৷‌ এ ছাড়াও চোখের ওপর কলার খোসা মেখে নিলে দূর হবে চুলকানি ও চোখের অবসাদ।

রান্নার মাংস নরম করতে চাইলে কিছুক্ষণ কলার খোসা কুচি দিয়ে ম্যারিনেট করে রাখুন।

বিজ্ঞাপন

কলার খোসার সাহায্যে চামড়ার জুতায় দাগ পরিস্কার করে জুতাকে ঝকঝকে করে ফেলতে পারবেন।

বিষয়ঃ: