কলাপাড়ায় গাড়ির ব্যাটারী ও দোকান চুরির সময় আটক ১ « বিডিনিউজ৯৯৯ডটকম

কলাপাড়ায় গাড়ির ব্যাটারী ও দোকান চুরির সময় আটক ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ৮:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ৮:৩২
Link Copied!
কলাপাড়ায় গাড়ির ব্যাটারী ও দোকান চুরির সময় আটক ১ -- বিডিনিউজ৯৯৯ডটকম

পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন গাড়ির ব্যাটারী ও দোকান চুরির সাথে জরিত ইউসুফ (২৪) কে চুরির মাল সহ হাতেনাতে ধরেছে এলাকাবাসী। গতকাল শনিবার (৩রা ডিসেম্বর) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউপির সুলতানগঞ্জ গ্রাম থেকে এলাকাবসীর সহযোহীতায় ইউপি সদস্য আফজাল হোসেন ও গ্রামপুলিশ নসু তাকে ধরে আনে।

গ্রাম পুলিশ ও মেম্বার সূত্রে জানাযায়, গত শুক্রবার রাতে একই ইউপির নবাবগঞ্জ গ্রাম সংলগ্ন ধান ক্ষেতে ধানকটার মেশিন থেকে একটি ব্যাটারী চুরি হয়। ঘটনা উৎঘাটনে প্রথমে নীলগঞ্জের মোস্তফা’র পুত্র শাহজালাল কে চাপ প্রয়োগ করা হয়।

তার সূত্র ধরে ধৃত মুল হোতা ইউসুফ কে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে ব্যাটারী চুরির কথা স্বীকার করেন।পরবর্তীতে ইউপি সদস্যের নিজস্ব কার্যালয় তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞসাবাদেএকাধিক চুরির সাথে সংশ্লিষ্টতার প্রমান পাওয়া যায়। সে জানায় কিছুদিন পূর্বে সুলতানগঞ্জ মাদ্রাসা সংলগ্ন জলিল মিয়ার দোকান থেকে একটি টিভি সহ অন্যান্য মালামাল চুরি করে। এবিষয়ে জলিল মিয়া কলাপাড়া থানায় মোট ৫৬ হাজার ৩ শত টাকার মালামাল খোয়াগেছে মর্মে একটি জিডি করেছেন।

বিজ্ঞাপন

গ্রাম পুলিশ নসু বলেন,চুরি করা ব্যাটারী আজ ইউসুব কে সংগে নিয়ে কলাপাড়া হেলিপোর্ট সংলগ্ন ভাঙ্গারীর দোকান থেকে উদ্ধার করা হয়। আর জলিলের টিভি অন্যত্র বিক্রি করে দিয়েছে বলে স্বীকার করেছে।

ধৃত চোর ইউসুব’র প্রতি ক্ষোব প্রকাশ করে ব্রিক ব্যাবসায়ী রেজাউল শিকদার জানান, তার আর এন্ড আর ব্রিক থেকে মেশিন সহ অন্যান্য অনেক মালামাল চুরি হয়। এর সাথে ইউসুব’র সরাসরি সম্পৃক্ততা রয়েছে।এছাড়াও এলাকাবাসী আরও অনেকে ব্যাটারী সহ অন্যান্য মালামাল চুরির ঘটনায় ইউসুব কে দায়ী করছেন।

এঘটনায় সংস্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আফজাল হোসেন ও মহিলা ইউপি মাহাফুজা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইউসুব দীর্ঘদিন চুরির সাথে জরিত। এর আগেও অনেকবার স্থানীয় ভাবে তার বিচার করেছেন। এবারে হাতেনাতে ধরা পড়ায় তাকে আইনের হাতে তুলে দিয়েছি। ইউসুফ নীলগঞ্জের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা ইসমাইল গাজীর পূত্র।

বিজ্ঞাপন

এবিষয়ে কলাপাড়া থানার ওসি জসিম জানান, এলাকাবাসী ইউসুফকে চোর সন্দেহে আটক করেছে। তবে তার বিরুদ্ধে থানায় নির্দিষ্ট কোনো অভিযোগ নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিষয়ঃ: