খুঁজুন
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ, ১৪৩১

বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮),বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) এবং মৃনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। তাঁদের প্রত্যেকের বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদির পাড়া গ্রামে।

ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ অন্য দুই আরোহী নিহত হন। উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, দুর্ঘনার পর বেশ কিছু সময় এ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে মহাসড়কের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

জানা যায়, নিহতরা তিনজনই বন্ধু। তারা খেজুরের রস খেতে বের হয়েছিল। পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।

আমিরাতে ৬ হাজার প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
আমিরাতে ৬ হাজার প্রবাসী গ্রেপ্তার

আমিরাতে ৬ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। জানুয়ারি মাসজুড়ে চলা বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রবাসীদের জন্যে সাধারণ ক্ষমার সুযোগ দেয় হয়। শুরুতে এই সুযোগ দুই মাসের জন্যে দেয়া হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। আমিরাত সরকারের পক্ষ থেকে বৈধ হওয়ার জন্যে এই সুযোগ পাওয়ার পরেও যারা গ্রহণ করেনি তাদের জন্যে ২০২৫ সালের জানুয়ারিতে চলে বিশেষ অভিযান।

জানা গেছে, একমাসে ২৭০ টিরও বেশি অভিযানে পরিচালনা করে বিভিন্ন দেশের ৬ হাজারেও বেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। আমিরাতের স্থানীয় গণমাধ্যমকে সোমবার দেশটির শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানুয়ারিতে চলা অভিযানে ধরা পড়া প্রবাসীদের ৯৩ শতাংশকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রেপ্তাকৃতদের মধ্যে বাংলাদেশি আছে কিনা বা এই সংখ্যা কত তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির (আইসিপি) মহাপরিচালক মেজর-জেনারেল সুহেল সাইদ আল খাইলি জানান, অভিযান অব্যাহত থাকবে।

পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে হিরাঝিল এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুজ্জামান জনীর (৩৮) লিঙ্গ কর্তনের অভিযোগ স্ত্রী ছোয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার(৪ ফেব্রুঃ)সকাল ১০:৩০ দিকে এই ঘটনাটি ঘটে।পরে রক্তাক্ত জখম অবস্থায় তাকে দুপুর ১:৩০ দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসে।

আহত মনিরুজ্জামানের বলেন,
তেমন কোনো বড় ঝামেলা ছাড়াই হঠাৎ তার স্ত্রী তার লিঙ্গ কেটে ফেলেন। তিনি নারায়ণগঞ্জের ইপিক গ্রুপ কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ফরিদপুর জেলার জয় কালী গ্রামে।

অপরদিকে,
তার স্ত্রী ছোয়া আক্তার ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, বাবা মার অমতে নিজের পছন্দে ১৩ বছর আগে আমাদের বিয়ে হয়। আমাদের সংসারে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। আমার স্বামী প্রায়ই নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে গালিগালাজ ও অশান্তি করতো। ঘটনার দিনও তিনি নেশা করে আসেন এবং কথাকাটাকাটির একপর্যায়ে নিজেই নিজের লিঙ্গ কেটে ফেলেন। পরে আমি বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)বলেন,
সিরাজগঞ্জ থেকে পুরুষাঙ্গ কর্তন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। বর্তমানে জরুরী বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বেলকুচিতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিাষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
বেলকুচিতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিাষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বিকালে উপজেলা সদরের সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপী স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা অনুষ্ঠানের প্রধান অতিথি বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন গাবেরপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম, সোহাগপুর এস কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল রেজা, সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান।

মেঘুল্লা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম মাাজেদা আদিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবি হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।