খুঁজুন
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন, ১৪৩১

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে বিক্ষোভ–হাতাহাতি

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে বিক্ষোভ–হাতাহাতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও মারামারিতে মিশু আলি (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুই সমন্বয়ক আহত হয়েছেন।

সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

এর আগে বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরা বিকেলে সেখানে এসে জড়ো হন। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন।

মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের অবস্থানের মধ্যে বিকেল চারটার পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে এসে নতুন ছাত্র সংগঠনের নাম ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন। এরপর তারা মিছিল নিয়ে মল চত্বরের দিকে এগিয়ে যান। সেখানে পদবঞ্চিত দাবি করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে।

নতুন ছাত্র সংগঠনের উদ্যোক্তারা বলেছেন, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির সূত্রপাত। রিফাত রশিদ শীর্ষ চার পদের একটিতে আসতে চাইলেও নারী সদস্যদের বিরোধিতার কারণে তাকে শীর্ষ পদ দেওয়া হয়নি। ফলে রিফাত রশিদের অনুসারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ঢাকা কলজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী নাহিদ হক বলেন, আমি রিফাত রশিদ ভাইয়ের জন্য এসেছি। যখন ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে তখন কোটি টাকার প্রলোভনের মুখেও তিনি আন্দোলন অব্যাহত রেখেছেন। এখন রিফাত রশিদকে মাইনাস করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদল শিক্ষার্থী গত ১৭ ফেব্রুয়ারি স্বতন্ত্র নতুন দল গড়ার ঘোষণা দেন। ওই দিন এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এই ঘোষণা দিয়েছিলেন আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার। তারা বলেছিলেন, নতুন সংগঠন শুধু শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, তাদের কার্যক্রম শিক্ষাঙ্গনে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে না যাওয়া ঘোষণাও দেওয়া হয়েছে সংবাদ সম্মেলেন।

নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পাওয়া আবু বাকের মজুমদার ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর কার্যক্রম স্থগিত হওয়া ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন আবু বাকের মজুমদার।

এই সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিবের দায়িত্ব পাওয়া জাহিদ আহসানও সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জাহিদ একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন।

নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে তাহমিদ আল মুদাসসির চৌধুরীকে। আর মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আশরেফা খাতুন। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া তৌহিদ মোহাম্মদ সিয়ামকে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রিফাত রশীদকে সিনিয়র সদস্যসচিব করা হয়েছে।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক করা হয়েছে সাবেক সমন্বয়ক আবদুল কাদেরকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৯ দফা কর্মসূচি ঘোষণা করে আলোচনায় এসেছিলেন তিনি। কাদেরের সঙ্গে সদস্যসচিব হিসেবে আছেন মাহির আলম। কাদের ও মাহির দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কাদের আগে ছাত্রশক্তির সঙ্গে যুক্ত ছিলেন আর মাহির ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও কোনো পদে ছিলেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হয়েছেন হাসিব আল ইসলাম আর মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই দুই সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্রশক্তিরও নেতা ছিলেন।

এছাড়া লিমন মাহমুদ হাসানকে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আল আমিন সরকারকে সিনিয়র সদস্য সচিব করা হয়েছে।

দুর্ঘটনায় পা হারানো মোবাস্বিরের চিকিৎসার আকুতি

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
দুর্ঘটনায় পা হারানো মোবাস্বিরের চিকিৎসার আকুতি

নাটোরের সিংড়ায় মোবাস্বির খান (৬) নামের এক শিশু দুর্ঘটনায় বাম পা হারিয়েছে। চিকিৎসা করানোর জন্য আর্থিক অভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার পরিবার। গত বছরের ১৫ ডিসেম্বর এক দুর্ঘটনায় বাম পা হারায় সে।

উপজেলার লালোর ইউনিয়নের বড় বেলঘরিয়া গ্রামের মো. আল মাহমুদ ও মোছাঃ আসমানী খাতুন দম্পতির চার সন্তানের মধ্যে বড় মোবাস্বির খান।

মোবাস্বিরের মা মোছাঃ আসমানী খাতুন জানান, গত ১৫ ডিসেম্বর বাড়ির পাশে নলবাতা একটি স্কুলের সিঁড়ির উপর বসা অবস্থায় নষ্ট ট্রাক মেরামত করার সময় ট্রাকটি মোবাস্বিরের পায়ের উপর পড়ে ঘটনাস্থলেই পা কেটে পড়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে অপারেশন করা হয়। চিকিৎসায় ১ লাখের উপর খরচ হয়েছে। কিন্তু ট্রাক মালিক আমাদেরকে ৭০ হাজার টাকা দিয়েছে। চিকিৎসক বলেছে, তিনটি অপারেশন করতে হবে, এতে খরচ হবে ২ লাখ ১০ হাজার টাকা। চিকিৎসক বলেছেন ছেলের বয়স ২২ বছর হলে কৃত্রিম পা লাগিয়ে দিবেন।

আসমানী খাতুন আরও বলেন, আমার স্বামী টাঙ্গাইলে তাঁতের কাজ করে কোনোরকমে সংসার চালায়। ছেলেকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা কোথায় পাব? যদি চিকিৎসা করানো যায়, তাহলে সে কাটা পা নিয়েও বেঁচে থাকতে পারবে। সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ বলেন, মোবাস্বিরের বাবা দরিদ্র মানুষ। তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করে। ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এজন্য যার যার জায়গা থেকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

সাহায্যের জন্য ০১৭০৬৩৯৭৪৩৩ (বিকাশ)
মোছাঃ আসমানী খাতুন

সাদিয়া-রনির প্রেমের গুঞ্জন

মেহজাবীনের বিয়ে উসকে দিল জেফার-রাফসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
মেহজাবীনের বিয়ে উসকে দিল জেফার-রাফসান

বিয়ের মাধ্যমে অবসান ঘটল মেহজাবীন চৌধুরী-আদনান আল রাজীবের বিতর্কিত প্রেমের গুঞ্জন অধ্যায়ের। সেখান থেকেই ফের ডানা মেলল দীর্ঘ দিন ধরে চলতে থাকা রেদওয়ান রনি-সাদিয়া আয়মান এবং জেফার-রাফসানের প্রেমের গুঞ্জন।

নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন অনেক দিনের। একই গুঞ্জনের নৌকা বাইছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। মেহজাবীনের বিয়েতে রনি-সাদিয়া, জেফার-রাফসানের পাশাপাশি কাছাকাছি থাকা যেন ফের ঘি ঢালল আগুনে।

মেহজাবীন-রাজীবের বিয়েতে বসেছিল তারার মেলা। বিনোদন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বরা এক হয়েছিলেন। সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেসব ভিডিও। একটি ভিডিওতে দেখা যায় নব দম্পতির পাশেই দাঁড়িয়ে রেদওয়ান রনি ও সাদিয়া আয়মান। সাদিয়ার পেছনে রনি। হাত দুটি অভিনেত্রী কাঁধে রাখতে দেখা যায় এক সময়। এসময় উচ্ছ্বসিত দুজনকে কথাও বলতে দেখা যায়।

ওই সময় রাফসান-জেফারও ছিলেন পাশাপাশি। নেটিজেনদের নজর এড়ায়নি তা। সাদিয়া-রনি, জেফার- রাফসানের পাশাপাশি থাকাটা অন্য চোখে দেখছেন তারা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘রেদওয়ান রনির সামনে সাদিয়া আয়মান। ঘটনা কি?’ অন্য একজন লিখেছেন ‘সাদিয়া আর রনিরটা (বিয়ে) কবে?’

নেটাগরিকরা ছাড়েননি রাফসান-সাদিয়াকেও। তাদের নিয়ে কেউ লিখেছেন, ‘সব বুঝলাম তবে জেফার আর রাফসানরে মনে হলো কাপল হিসেবে দেখলাম।’ অন্য একজনের কথায়, ‘বাঙালির সন্দেহ কখনোই ভুল হয় না। এখানে রাফসান শাবাব আর জেফার একসাথেই বসে আছে।’

গেল বছর ঘর ভাঙে রাফসানের। তখন অনেকের মন্তব্য ছিল, কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে প্রেম করছেন রাফসান। সেকারণেই স্ত্রী সানিয়া এশাকে তালাক দিয়েছেন তিনি। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়ে সেসময় জেফার বলেছিলেন, ‘সে আমার একজন বন্ধু। আমরা একসঙ্গে শো করেছি, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছি। যেমনটি আমরা আরও অনেক সহকর্মীর সঙ্গে করি। এর বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

অন্যদিকে রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন উঠতে সাদিয়া রহস্য জিইয়ে রেখে বলেছিলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’

আরও বলেছিলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে।’

এদিকে অনেকদিন ধরে আলচনায় নেই সাদিয়া আয়মান। এরমধ্যে আলোচনায় আসার মতো কাজও দেখা যায়নি তার। অন্যদিকে জেফার-রাফসানের গুঞ্জনের সূর্য যখন অস্তমিত তখন মেহজাবীন-রাজীবের বিয়েতে ফের মাথাচাড়া দিল রাফসান-জেফার, সাদিয়া-রনির প্রেমের গুঞ্জন।

সিরাজগঞ্জে “সুখ পাখির” আয়োজনে দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে ফুডপ্যাকেজ বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে “সুখ পাখির” আয়োজনে দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে ফুডপ্যাকেজ বিতরণ

সিরাজগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “সুখ পাখি”র আয়োজনে, দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী, বিধবা নারী, স্বামী পরিত্যক্তা দুই শতাধিক মানুষদের মাঝে ফুডপ্যাকেজ বিতরণ বিতরণ করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফুড প্যাকেজ (ইফতার বাজার) বিতরণ করা হয়। এর মধ্যে ছিলো চাউল-১৫ কেজি, সয়াবিন তেল -১কেজি, মসুর ডাউল-২ কেজি, ছোলা- ২ কেজি, আলু-৩ কেজি, পিয়াজ -২ কেজি, মুড়ি -১ কেজি। 

উক্ত ফুড প্যাকেজ বিতরণকালে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও ব্যবসায়ী ইকবাল আহমেদ বাবু, মঞ্জুর হোসেন, “সুখ পাখি” সংগঠনের সদস্য ও ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময়ে “সুখ পাখি” প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মোঃ রজব আলী, প্রতিষ্ঠা সদস্য রাসেল রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন, “সুখ পাখি” র স্বেচ্ছাসেবী সদস্য মোঃ নাজমুল ইসলাম,  আসিফ, হামিদা ইসলাম, সিনথিয়া, সেতু, হৃদয়, রাব্বি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উক্ত মানবিক সহায়তা ফুড প্যাকেজ দুঃস্থ, অসহায় মানুষেরা পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।