খুঁজুন
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন, ১৪৩১

বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়

‘সিদ্ধান্ত হয়েছে বিআরটিসি কাউন্টার বিএনপি ভোগ করবে’

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
‘সিদ্ধান্ত হয়েছে বিআরটিসি কাউন্টার বিএনপি ভোগ করবে’

সম্প্রতি পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানের মোবাইল ফোনে বাস কাউন্টার দখলে নেওয়ার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি ও অঙ্গসংগঠন মিল্লা চূড়ান্ত সিদ্ধান্ত হইছে, এখানে বিআরটিসির কুয়াকাটা এবং তুলাতলির কাউন্টার ৯ ওয়ার্ডের বিএনপির কমিটি মিল্লা ভোগ করবে।’ আর এই ভিডিও নিয়ে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে মোস্তফা শেখ নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন বিএনপি নেতা মতিউর রহমান।

বিআরটিসির কুয়াকাটা ও তুলাতলির কাউন্টার স্থানীয় বিএনপি দখলে নেওয়ার কথা জানিয়ে ভিডিওতে মোবাইল ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে তিনি বলেন, ‘এখন সভাপতি, সিনিয়রসহ আমাদের সবার সিদ্ধান্ত এক, কালকে হইতে আপনাদের কাউন্টার বন্ধ থাকবে।’

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কুয়াকাটা কাউন্টারের ইনচার্জ আলী আহমদ শেখের ছেলে মোস্তফা শেখ বলেন, ‘আমার বাবার নামে বিআরটিসির দুটি কাউন্টার রয়েছে। গত ৫ আগস্টের পর তারা (বিএনপির নেতা-কর্মীরা) তুলাতলি কাউন্টার নিয়ে গেছে। এখন কুয়াকাটা কাউন্টার দখলে নেওয়ার জন্য ৬ জানুয়ারি সন্ধ্যায় পৌর বিএনপির সেক্রেটারি আমাকে মোবাইল ফোনে কল দিয়ে বলেছে। তবে আমরা তাঁর কথায় রাজি হইনি।’

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা পর্যটন নগরীতে বিআরটিসির দুটি কাউন্টার রয়েছে। এর মধ্যে তুলাতলি বাসস্ট্যান্ড এলাকায় একটি এবং কুয়াকাটা শহরে অন্যটি। ২০১৯ সালে বরিশাল বিআরটিসির ডিপো থেকে কাউন্টার ইনচার্জ হিসেবে কুয়াকাটা এলাকার আলী আহমেদ শেখসহ আরও দুজনকে কাগজে দায়িত্ব দেওয়া হয়।

২০১৯ সাল থেকে কাউন্টার দুটি আলী আহমেদ শেখ পরিচালনা করে আসছেন। গত ৫ আগস্টের পর তুলাতলি কাউন্টারটি কুয়াকাটা পৌর বিএনপির নেতা-কর্মীরা দখল করে নেন। পরবর্তী সময়ে কুয়াকাটা শহরের কাউন্টার দখলে নিতে ৬ জানুয়ারি সন্ধ্যায় কাউন্টারের সামনে বসে মোস্তফা শেখকে মোবাইল ফোনে কল দিয়ে কাউন্টার বন্ধ করে রাখার কথা বলেন। এই কথোপকথনের ভিডিও গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে স্থানীয়দের মধ্যে চলছে তুমুল সমালোচনা।

এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, ‘ভোগদখলের কোনো বিষয় নয়। যাত্রীর টিকিট কাটা নিয়ে ঝামেলা হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়ে একটি কাউন্টার বন্ধ রাখতে বলেছি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্নেহাংস সরকার কুট্টি বলেন, ‘আমি কথোপকথনের বিষয়ে জানি না।’

রাজধানীতে চলছে সিএনজি ধর্মঘট, যাত্রী ভোগান্তি চরমে

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
রাজধানীতে চলছে সিএনজি ধর্মঘট, যাত্রী ভোগান্তি চরমে

রাজধানীতে চলা সিএনজি অটোরিকশাগুলোকে মিটারে প্রদর্শিত ভাড়ায় চলার ব্যাপারে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তবে সেটা না মেনে উল্টো ধর্মঘটের ডাক দিয়েছেন সিএনজি অটোরিকশা চালকরা।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ধর্মঘটের ডাক দিয়ে রামপুরা ও রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে অবস্থান নিয়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।

এদিকে আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় দেখা মিলছে না সিএনজির। একে তো রাস্তায় যাত্রীবাহী বাসের সংকট। তার মধ্যে নতুন করে সিএনজি-চালিত অটোরিকশা শ্রমিকদের ধর্মঘটে রাস্তায় সিএনজি সংকটে নগরবাসী দুর্ভোগে পড়েছে। যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।

ধর্মঘটের ডাক দিয়ে বেশ কিছু দাবি করেছেন সিএনজি-চালিত অটোরিকশা পরিবহন কর্মচারীরা। দাবিগুলো হলো-

* সিএনজি অটোরিকশায় মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, বিআরটিএ কর্তৃক নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার।

* সড়ক পরিবহন আইন ২০১৮ হইতে শ্রমিক স্বার্থবিরোধী অযৌক্তিক ধারাসমূহ বাতিল/সংস্কার করা।

* বিআরটিএ-তে ঘাপটি মেরে থাকা হাসিনার দোরসদের প্রত্যাহারের দাবি।

* ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পেশকৃত ১৩ দফা মেনে নেওয়া।

তবে আজকের এই ধর্মঘট নিয়ে সাধারণ যাত্রীদের ভোগান্তি যেমন চরমে পৌঁছেছে। তেমনি সৃষ্টি হয়েছে ক্ষোভের। অনেকেই বলছেন, সাধারণ মানুষ, যাত্রীদের জিম্মি করে তারা যেসব কর্মকান্ড করছে- তা রীতিমতো শাস্তির যোগ্য। কারণ সরকার বিআরটিএর মাধ্যমে যে প্রস্তাবগুলো দিয়েছে, তা সম্পূর্ণ যৌক্তিক। চালক মালিক পক্ষ বাটপারি করতে পারবে না বলেই আজকের এই ধর্মঘট। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত।

রাতে নিজের ‘ভ্যালেন্টাইনের’ সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বিতর্কিত পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
রাতে নিজের ‘ভ্যালেন্টাইনের’ সঙ্গে পরিচয় করিয়ে দিলেন বিতর্কিত পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি মানেই আলোচনা-সমালোচনা আর শিরোনামের এক অংশীদার। বিতর্কিত এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে সবসময়ই আছে। এর মধ্যেই ভালোবাসা দিবসের ঠিক পর দিন গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে ভক্তদের চমকে দিলেন তিনি। কেউবা বেজায় ক্ষিপ্ত তার উপর।

গতকাল ঠিক এমনই লাভ ইমোজি দিয়ে একটি ঘোষণা দিলেন পরীমনি— ‘আজ রাত ১০টায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ❤️আসছি❤️’।

এ ঘোষণার পর রাত ১০ টায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরীমনি। সেই ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নন। তারা সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ। যেখানে মূলত, বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।

সে ঘোষণা হোক ব্যক্তিগত জীবন কিংবা সিনেমার পর্দার গল্প। সে কারণেই তিনি পরীমনি। যাকে নিয়েই অনুরাগীদের এত ভালোলাগা আর মাতামাতি।

পরীমনি আরও একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন, শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক— শাহরুখ খান কিংবা স্বয়ং বিল গেটস। সবাই তার প্রাণের মানুষটিকে তার নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে।

তিনি বলেন, পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে তার নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জ ওয়ে তে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসো নিজের বলে জানো। ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়…।

অভিনেত্রী ব্যক্তিজীবনে একাধিকবার প্রেমে পড়েছেন। বিয়েও করেছেন একের অধিক। তবে সংসারে থিতু হতে পারেননি তিনি। বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে এ নায়িকার সময়।

অভিনেত্রীর এই স্ট্যাটাস দেখে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এক নেটিজেন লিখেছেন— নতুন করে প্রেমে পড়েছেন পরী। প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি। আরেক নেটিজেন লিখেছেন— এটা হয়তো অভিনেত্রীর নতুন কোনো সিনেমা কিংবা বিজ্ঞাপনের প্রচার কৌশল।

তবে হয়েছে হিতে বিপরীতও। কেউ কেউ তার পোস্টের কমেন্টে দিয়েছেন অশ্লীল গালি। কারণ পরী মানেই তো নতুন বিতর্ক। সেক্ষেত্রে কিছু গালি তিনিই পেতেই পারেন।

উল্লেখ্য, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী পরীমনি। প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধছেন এ দুই তারকা। গত মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পেয়েছে।

বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় অস্ট্রেলিয়া প্রবাসীর উদ্যোগে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় অস্ট্রেলিয়া প্রবাসীর উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র উপদেষ্টা ও অষ্ট্রেলিয়া প্রবাসী কামাল হোসেনের আয়োজনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহানের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা,সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ভিপি আয়নুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক সম্পাদক আ হ ম খোকন, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন প্রমুখ। 

বক্তারা বলেন,আমাদের নেতা কর্মীকে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের সেবায় কাজ করবে। এসময় বক্তারা,বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন।

উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নজরুল ইসলাম,লেবু শেখ ও প্রদীপ কুমার ভৌমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।