বর্ণাঢ্য আয়োজনে বেলকুচিতে বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে “পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে।
১৪ এপ্রিল (পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২খিঃ) উদযাপন উপলক্ষে বেলকুচি পৌর এলাকার শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ হতে “নববর্ষ আনন্দ শোভাযাত্রা” শুরু হয়ে বেলকুচি মডেল ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয় এবং সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রে পান্তা ভাত খান।
আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মানোয়ার চৌধুরী বাবু, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ,উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, সাবেক সাধারন সম্পাদক ভিপি মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য ও সাবেক কাউন্সিলর আলম প্রামাণিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, যুগ্ম আহবায়ক বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম, সদস্য সচিব খায়রুল ইসলাম আইয়ুব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার হোসেন,উপজেলা মহিলা দলের আহবায়ক ফ্লোরা ইকবালসহ বিভিন্ন অঙ্গ ও সহোযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।
আপনার মতামত লিখুন